নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনায় খবর পেয়েই এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া স্টেশনে রেল দূর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিত্সক ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধ কালীন তত্পরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।” মুখ্যমন্ত্রীর এই বার্তা আসতেই তত্পরতা বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে গিয়েছেন দার্জিলিং জেলার জেলাশাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
সোমবার সকালে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশন ছাড়তেই দূর্ঘটনার মুখে পড়ে। জানা গিয়েছে, এনজেপির পর রাঙাপানি স্টেশনের কাছেই উল্টোদিক থেকে মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেসকে। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছা়ড়াও বহু যাত্রীর গুরুতর আহত হয়েছেন। মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনের পেছনের দুটি কামরাও লাইনচ্যুত হয়েছে। ঘটনার জেরে প্রবল আতঙ্কিত যাত্রীরা। ওই এলাকার লাগাতার বৃ্ষ্টি হওয়ার জেরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে উদ্ধারকারীদের। ছাতা মাথায় দিয়ে উদ্ধারকাজে নেমেছেন উদ্ধারকর্মীরা।
Kanchanjungha Express: শূন্যে ঝুলছে কাঞ্চনজঙ্ঘার কামরা! এনজেপির কাছে দুর্ঘটনা
এদিন ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে শিয়ালদা আসছিল ট্রেনটি। সপ্তাহে দুই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে আগরতলা রুটে চলাচল করে। তবে কী কারণে এই দূর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও ধন্দে রয়েছে রেল। সিগন্যালে বিভ্রাট নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হবে।
২০২২সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ির দোমোহোনীর কাছে দূর্ঘটনার মুখে পড়ে জয়পুর-গুয়াহাটি এক্সপ্রেস। ঘটনায় মৃত্যু হয়েছিল বহু যাত্রীর।