বন্যা কবলিত জায়গা ঘুরে দেখতে ফের দুদিনের সফরে মুখ্যমন্ত্রী

জলে ভাসছে দক্ষিণবঙ্গের বহু জেলা৷ বিঘার পর বিঘা জমি এখনও জলের তলায়৷ সেই সঙ্গে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ যার জেরে ঘাটাল, উদয়নারায়ণপুর, খানাকুলের মতো জায়গা…

hdhhdbn বন্যা কবলিত জায়গা ঘুরে দেখতে ফের দুদিনের সফরে মুখ্যমন্ত্রী

জলে ভাসছে দক্ষিণবঙ্গের বহু জেলা৷ বিঘার পর বিঘা জমি এখনও জলের তলায়৷ সেই সঙ্গে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ যার জেরে ঘাটাল, উদয়নারায়ণপুর, খানাকুলের মতো জায়গা এখনও ভাসছে৷ ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷য়(Mamata Banerjee)৷

তাঁর দাবি, রাজ্যকে না জানিয়েই কেন্দ্র এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ “ম্যান মেড’ বন্যা বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথা মানতে নারাজ কেন্দ্র৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ভুল তথ্য দিচ্ছে৷ রাজ্যকে জানিয়ে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ সম্প্রতি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ফের দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

গতকাল ঘাটালের প্লাবিত অঞ্চল ঘুরে দেখেছেন তৃণমূল সাংসদ দেব৷ সেখানে গিয়ে, ত্রাণ পৌঁছে দিয়েছেন৷ দেবের কথায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ভেঙে পড়েছে বাড়ি। এরই মাঝে বিপদের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে যাতে হয় সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর।

সূত্রের খবর,আজ সোমবার মুখ্যমন্ত্রী জামালপুর-সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেখানে গিয়ে বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন৷ হবে প্রশাসনিক বৈঠক। জেলাশাসক,পুলিশ সুপার-সহ প্রশাসনের কর্তাব্যক্তি ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন।

জানা গিয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখা, সঠিকভাবে ত্রাণ বিলি হয়েছে কী না, এই সমস্ত মানুষদের পাশে থাকতে আর কতটা ত্রাণ প্রয়োজন, বর্ধমানে বৈঠকের পর বাঁকুড়ার বড়জোড়ায় দুর্গতদের ত্রাণ বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার মমতার একইরকম প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে। এমন একটি সময়ে মুখ্যমন্ত্রী বোলপুরে যাবেন৷

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কাছে অনুদান চেয়ে মুখ্যমন্ত্রী চার পাতার চিঠিতে লিখেছেন, “অনিয়ন্ত্রিত, একতরফা এবং বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে রাজ্যে দুর্যোগ দেখা দিয়েছে। এর আগে ডিভিসি থেকে এত পরিমাণ জল মোটেই ছাড়া হয়নি। ২০০৯-এর পর দামোদর নিম্ন অববাহিকা ও সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে।” পাশাপাশি এই চিঠিতে এই বন্যা ‘ম্যান-মেড’ বলেও অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী।