ইসলামি সংগঠনের হুমকির পর মমতা নীরব, জাভেদ আখতারকে আমন্ত্রণ বাম যুবাদের

ইসলামি সংগঠনের হুমকির কারণে স্থগিত হয়েছে সুরকার-কবি জাভেদ আখতারের অনুষ্ঠান। এবার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানাল সিপিআইএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) অভিযোগ রাজ্য…

javed akhtar

ইসলামি সংগঠনের হুমকির কারণে স্থগিত হয়েছে সুরকার-কবি জাভেদ আখতারের অনুষ্ঠান। এবার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানাল সিপিআইএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)

অভিযোগ রাজ্য সরকারের অনুষ্ঠানে জাভেদ আখতারের বিরোধিতা করার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। উর্দু অ্যাকাডেমিতে জাভেদ আখতারের অংশ গ্রহণে বাধা দেওয়ার প্রতিবাদে সরব বাম যুব সংগঠন। এই সংগঠনের তরফে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

   

উল্লেখ্য, জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয় উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ সরকারের উর্দু অ্যাকাডেমিচেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন নাদিমুল হক। তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ।  রাজ্য সরকারের এই অনুষ্ঠানে জাভেদ আখতাকের অংশ গ্রহণের বিরোধিতা করে কয়েকটি ইসলামি সংগঠন। এদের অন্যতম জমিয়তে উলেমা হিন্দ। এই সংগঠনের পশ্চিমবঙ্গের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি গ্রন্থাগার মন্ত্রী।

বিরোধিতায় সামিল ইসলামি সংগঠনগুলির তরফে জানানো হয় জাভেদ আখতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন। তবে জানা গেছে, বিতর্ক এড়াতে জাভেদ আখতার অনুষ্ঠানে আসতে চাননি।

Advertisements

আর সামাজিক মাধ্যমে খোলা চিঠি দিয়ে DYFI এবার জাভেদ আখতারকে তাদের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রন জানালে। সংগঠনের চিঠিতে লেখা হয়েছে-
“প্রিয় জাভেদ আখতার,
সম্প্রতি কলকাতায় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানো হলেও, মৌলবাদী চাপের মুখে সেই কর্মসূচি হঠাৎ বাতিল হয়ে যায়।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কেবল একটি অনুষ্ঠান বাতিল হওয়া নয়-এটি আমাদের দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আপনি সবসময় যুক্তি, মানবিকতা ও প্রগতিশীলতার কণ্ঠস্বর হিসেবে আমাদের সামনে এসেছেন। মৌলবাদী শক্তির রক্তচক্ষু কখনো আপনার সাহসী উচ্চারণকে স্তব্ধ করতে পারেনি, আর পারবেও না। এই সময়ে আপনার মতো মানুষই আমাদের আশা ও সাহস বাড়িয়ে তোলে।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) বিশ্বাস করে-শিল্প, সাহিত্য ও সংস্কৃতি কোনও মৌলবাদী হুমকিকে ভয় করে না; বরং প্রতিটি বাধা আমাদের আন্দোলনকে আরও দৃঢ় করে তোলে। এই প্রেক্ষাপটে আমরা আন্তরিক ভাবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি- “সুকান্ত শতবর্ষে আয়োজিত ছাত্র-যুব উৎসব”-এ যোগ দেওয়ার জন্য। এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বর্তমান সময়ে যুব সমাজের প্রতিবাদের ও প্রতিরোধের মঞ্চ। সুকান্ত ভট্টাচার্য মানে যুক্তিবাদ, বিদ্রোহ ও মুক্ত চিন্তার দীপ্ত প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটতে, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অটল থাকতে। সেই সুকান্তই আজকের তরুণ প্রজন্মকে নতুন সাহস জোগাচ্ছেন, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করছেন। আসুন আমরা সবাই মিলে শপথ নিই- আমার মাটি, আমার মা- মৌলবাদের হবে না।

আপনার উপস্থিতি আমাদের সংগ্রামকে আরও শক্তি দেবে। সুকান্ত ভট্টাচার্যের স্বপ্ন-অন্ধকার ভেদ করে আলো আনার লড়াই-আমাদের পথ দেখাচ্ছে। সেই পথেই আমরা চাই, আপনিও থাকুন আমাদের পাশে।”