কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তীব্র সুরে কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা, বাঙালির অধিকার এবং নাগরিকত্বের ইস্যুতে বিজেপির ‘বাঙালিবিরোধী’ পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী। ধর্মতলার জনসমুদ্রে দাঁড়িয়ে মমতার সরাসরি হুঁশিয়ারি, প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে, এবার লড়াই হবে দিল্লির বুকে।
বাঙালিদের নিশানা করছে কেন্দ্র, অভিযোগ মমতার
মমতার অভিযোগ, “বাঙালিদের বাংলাদেশি বানানোর চক্রান্ত চলছে। ঘুরপথে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র (mamata banerjee speaks on nrc)। বাংলা ভাষা, বাঙালি পরিচয়—সব কিছুর উপরেই চলছে সন্ত্রাস।” সভা থেকে তিনি প্রকাশ্যে তুলে ধরেন কেন্দ্রের পাঠানো একটি সার্কুলার, যার ভিত্তিতে শুধুমাত্র সন্দেহের বশে কাউকে এক মাসের জন্য আটকে রাখার কথা বলা হয়েছে। তাঁর বক্তব্য, “এই সার্কুলারেই প্রমাণ হয়ে যায়, বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত আক্রমণ চলছে। ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষকে মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানের জেলে আটকে রাখা হয়েছে।”
“বাংলা বললেই অপরাধ?” সরাসরি প্রশ্ন মমতার
মমতার কটাক্ষ, “বাংলা ভাষায় কথা বলা যাবে না? কে মাছ খাবে, কে ডিম খাবে তাও ঠিক করে দেবে? এ দেশে সবার অধিকার আছে। এই বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না।” তিনি বলেন, “বাংলা ভাষার জন্য যদি কেউ গ্রেফতার হয়, তাহলে সেই লড়াই হবে দিল্লিতে গিয়ে। আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?”
“দিল্লিরাজ ভাঙতেই হবে” চূড়ান্ত বার্তা
বিজেপির ‘দিল্লিরাজ’ ভাঙার ডাক দিয়ে মমতা বলেন, “বাংলার নবজাগরণ হয়েছে। স্বাধীনতার লড়াই বাংলাই দিয়েছে। এই বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা সহ্য করা হবে না। কত ডিটেনশন ক্যাম্প আছে, কত জেল আছে দেখে নেব আমরা।” সভায় তিনি বলেন, “বাঙালিদের উপর আক্রমণ হলে আমরা আন্দোলন গড়ব রাজধানীতে। দরকারে কমিশন ঘেরাও করব।”
ভোটার তালিকায় কাটছাঁট নিয়ে সরব
বিহারের ভোটার তালিকায় চলা ‘নিবিড় সংশোধন’ নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সেই ছাঁকনি বাংলাতেও চালানো হতে পারে। “যদি বাংলায়ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের মুখে পড়বে কেন্দ্র। দিল্লিতেই হবে সেই প্রতিরোধ,” বলেন মমতা।