‘কাক পেখম পরলে ময়ুর হয় না’! বিধানসভায় পদ্ম বিধায়কদের বিঁধলেন মমতা

কলকাতা: বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন তিনি। চোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “কাক পেখম পরলেও ময়ুর…

‘কাক পেখম পরলে ময়ুর হয় না’! বিধানসভায় পদ্ম বিধায়কদের বিঁধলেন মমতা

কলকাতা: বিধানসভায় কালো কাপড় পরে বিজেপির প্রতিবাদের পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন তিনি। চোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “কাক পেখম পরলেও ময়ুর হয়ে যায় না”৷ বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি নিজের অসন্তোষও প্রকাশ করেন মমতা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় ধর্মের নামে বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে, যা আমি সহ্য করব না। আমি নিজে হিন্দু, কিন্তু ধর্মের নামে কোনও জালিয়াতি এখানে হতে দেব না।”

মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিয়েছিলেন, “ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব।” এই মন্তব্যের পরই বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার বিধানসভায় শুরু হয় প্রতিবাদ, যেখানে বিজেপি বিধায়করা কালো কাপড় পরে প্রতিবাদ জানান। বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, তখন বিজেপি বিধায়কেরা ব্যাপক স্লোগান দিতে থাকেন।

শুভেন্দুর এই বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম। ধর্মের নামে অন্য ধর্মের প্রতি অপমান সহ্য করা যাবে না।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা সৌজন্যের দেশ, আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না।’’

মুখ্যমন্ত্রী বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ দিয়ে বলেন, ‘‘অধ্যক্ষ যদি কিছু বলেন, সেটা সবাই শুনবে। কিন্তু চিৎকার করলে তা গণতন্ত্রের মধ্যে পড়ে না।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যে কোনো সম্প্রদায়ের অপমান করা আমরা বরদাস্ত করব না। আমাদের দেশের মূল ভিত্তি হল সৌজন্য এবং মানবিকতা।’’

Advertisements

এদিন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার নাম না নিয়েই তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং রাজ্য তথা দেশের ঐতিহ্য, মানবিকতা এবং ধর্মের সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।