বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের রাস্তায় তৃণমূল। মঙ্গলবার কলকাতার হৃদয়ে হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে দলীয় পতাকা৷ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে তিনি আখ্যা দিলেন “নীরব ও অদৃশ্য রিগিং”।
কোন পথে মিছিল?
এই পদযাত্রার সূচনা হয় রেড রোডের ড. বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। সেখান থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে দলনেত্রী পৌঁছন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাসে, যেখানে পদযাত্রার পরিসমাপ্তি ঘটে প্রতীকী ভাবে ‘গণতন্ত্র রক্ষার শপথ’ নিয়ে।
সাদা খাসা-চটি পরিহিতা মুখ্যমন্ত্রী মমতা হাঁটছিলেন মিছিলের একেবারে সামনে। রাস্তায়, ছাদে, জানালায় — সর্বত্র উৎসুক জনতা। কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন মুহূর্তটি। মমতার পেছনেই হাঁটছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব।
এসআইআর-এর জন্যে মৃত্যু Mamata Banerjee SIR Protest
তৃণমূল কংগ্রেসের দাবি, এনআরসি-র আতঙ্কের পাশাপাশি এই ‘নিবিড় সংশোধন’-এর জেরে রাজ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। গত সপ্তাহে আত্মহত্যা করেছেন দুই ব্যক্তি, আর এক প্রবীণ মহিলা নাকি মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
অন্যদিকে, বিজেপি অভিযোগ তুলেছে— “এই মিছিল সংবিধানের চেতনার পরিপন্থী।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “এ এক জামাতি মিছিল।” বিজেপি রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্যর বক্তব্য, “যদি মুখ্যমন্ত্রীর কিছু বলার থাকে, তিনি যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পশ্চিমবঙ্গে এখন সম্পূর্ণ নৈরাজ্য চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই।”
তিনি আরও দাবি করেন, “রাজ্যে জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তুলতে দিচ্ছেন। মানুষ এটা মেনে নেবে না।”
১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে SIR
উল্লেখ্য, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে SIR প্রক্রিয়া— যা মূলত ভোটার তালিকার নিবিড় পর্যালোচনা, মৃত, স্থানান্তরিত বা বেআইনি নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে। দুই দশক আগে শেষবার এই ধরনের বৃহৎ সংশোধন হয়েছিল। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে নির্বাচনী কারচুপির হাতিয়ার হিসেবে— বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক ভোটারদের নাম বাদ দিতে।
বিহারে প্রথম পর্যায়ের সংশোধনে প্রায় ৬৮ লক্ষ নাম মুছে যাওয়ার পর বিষয়টি পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। আদালত প্রক্রিয়া অব্যাহত রাখার অনুমতি দিলেও কিছু সংশোধন আরোপ করে।
এবার সেই সংশোধনের দ্বিতীয় ধাপ শুরু হতেই, পশ্চিমবঙ্গে কার্যত রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই SIR। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের মিছিল তাই শুধুই প্রতিবাদ নয়— আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা।


