বাংলা মমতারই, সব সমীক্ষা মিথ্যা করে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

একুশের পর চব্বিশ, বিধানসভার পর লোকসভা, বাংলা ফের একবার তৃণমূলের পক্ষেই। এখনও পর্যন্ত ভোটের ফলাফলের যা প্রবণতা, তাতে এ কথা বলাই যায়। বাংলার মোট ৪২টি…

Mamata Banerjee-s TMC falsifies exit poll results leads West Bengal in Lok Sabha polls by a huge margin, বাংলা মমতারই, সব সমীক্ষা মিথ্যা করে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

একুশের পর চব্বিশ, বিধানসভার পর লোকসভা, বাংলা ফের একবার তৃণমূলের পক্ষেই। এখনও পর্যন্ত ভোটের ফলাফলের যা প্রবণতা, তাতে এ কথা বলাই যায়।

বাংলার মোট ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, দপুর সাড়ে ১১টা পর্যন্ত এ রাজ্যের ৪২টির মধ্যে ৩১টিতে এগিয়ে জোড়-ফুল প্রার্থীরা। ১০টিতে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস ও বাম জোটের প্রার্থী।

   

তবে, বেসরকারি সূত্রে জানা যাচ্ছে, ৪২টির মধ্যে ৩০টিতে এগিয়ে তৃণমূল। ১০টিতে বিজেপি ও কংগ্রেস এগিয়ে ২টি কেন্দ্রে।

বেলা বাড়তেই অভিজিতকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দেবাংশু

গত শনিবারের অধিকাংশ বুথফেরৎ সমীক্ষায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফল হবে বিজেপির। অর্ধেকের বেশি আসনে উড়বে গেরুয়া আবীর। স্বস্তিতে ছিলেন পদ্ম নেতৃত্ব থেকে কর্মীরা। তবে, সমীক্ষার ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি ছিল, বুথফেরত সমীক্ষা ভুয়ো। এই সব সমীক্ষা তিনি মানেন না। তিনি জানিয়েছিলেন যে, বুথফেরৎ সমীক্ষায় বাংলার চ্যাপ্টারে যা দেখানো হয়েছে তার থেকে তৃণমূলের ফল অনেক ভাল হবে।

ভোট গণনায় সাট্টা বনাম শেয়ার বাজারের চরম যুদ্ধ, সেনসেক্সে পতন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘২০১৬ -র বিধানসভা ভোট, ২০১৯ -এর লোকসভা ভোট ও ২০২১ -এর বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষা মেলেনি। তাঁর মতে, বিজেপির একটা কোম্পানি এটা করেছিল। এসব বিজেপি তৈরি করে। তারপর সংবাদমাধ্যমকে খাইয়ে দেয়। এসব সমীক্ষার কোনও গুরুত্ব নেই।’

বাস্তবেও যেন মমতার কথারই প্রতিফলন ঘটতে চলেছে। এবারও বাংলায় মিথ্যা প্রমাণিত হওয়ার পথে
বুথফেরৎ সমীক্ষার ফলাফল।