একুশের মঞ্চে মমতার মুখে হিংসাবিধ্বস্ত বাংলাদেশ! দিলেন বিরাট বার্তা

একুশের সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ”বাংলাদেশে এখন অভ্যান্তরীন হিংসায় বিপর্যস্ত। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছে। অনেকে চাইছে…

Mamata on Bangladesh

একুশের সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ”বাংলাদেশে এখন অভ্যান্তরীন হিংসায় বিপর্যস্ত। এতে বহু মানুষ আক্রান্ত হয়েছে। অনেকে চাইছে আমাদের রাজ্যে চলে আসতে। তবে তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও পর্যবেক্ষণে না যাই। বাংলাদেশের বিষয় আমি কিছু বলতে পারিনা।” কারণ ওটা একটি স্বাধীন দেশ। সেই বিষয়ে ভারত সরকার সিদ্ধান্ত নিতে পারে। তবে ওদেশের কোনও মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা তাঁদের আশ্রয় দেব। মানবতার কারণে প্রয়োজনে রিফিউজিদের আমরা আশ্রয় দেব।”

‘বিত্তমান নয়, বিবেকবান!’ বড় জয়ের পর ২১শের মঞ্চে শৃঙ্খলার পাঠ মমতার

বিগত এক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। শিক্ষা ও চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণআন্দোলন ব্যাপক আকার ধারণ করায় দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ বিপর্যস্ত। এখনও পর্যন্ত একশো জনেরও অধিক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আন্দোলনকারীদের হাতে মার খেয়ে জখম বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী। সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে।

ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা প্রায় বাতিল, মেধায় নিয়োগ ৯৩%

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেওয়ায় পঠনপাঠন সম্পূর্ণ ব্যহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাকেও নামানো হতে পারে বলে সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছে রাষ্ট্রসংঘ। ছাত্রদের ওপর অত্যাচারের ঘটনায় রাষ্ট্রসঙ্ঘের তরফে কড়া বার্তা দেওয়া হয় হাসিনা সরকারকে। 

Advertisements

আগামী তিন মাসেই তৃণমূলের সংগঠনে বড় ঝাঁকুনি! হুঙ্কার অভিষেকের

এদিকে ভারতের বিদেশমন্ত্রকের তরফেও নজর রাখা হচ্ছে গোটা বাংলাদেশ পরিস্থিতির ওপর। প্রতিবেশী দেশে বসবাসকারী বহু ভারতীয়কে ইতিমধ্যেই ফিরিয়ে এনেছে কেন্দ্র।