
কলকাতা: রাজ্যে কেন্দ্রীয় সংস্থা বনাম রাজ্য প্রশাসনের সংঘাত এক চরম পর্যায়ে পৌঁছেছে। আইপ্যাক (I-PAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তল্লাশির প্রতিবাদে আজ, শুক্রবার কলকাতার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে শামিল হবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
মমতার অভিযোগ: “চুরির সমান অপরাধ”
বৃহস্পতিবার আইপ্যাক অফিসে ইডি-র অভিযানের সময় সশরীরে সেখানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন যে, বিজেপি-র অঙ্গুলিহেলনে ইডি রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের গোপন নির্বাচনী তথ্য, প্রার্থী তালিকা এবং ডিজিটাল হার্ড ড্রাইভ হাতিয়ে নিয়েছে। তিনি বলেন, “সকাল ৬টা থেকে ওরা দলের ল্যাপটপ, মোবাইল এবং ডেটা সিজ করেছে। আমাদের ফরেনসিক বিশেষজ্ঞদের মতে এটা রীতিমতো চুরির সমান অপরাধ। ভোটের আগে আমাদের রণনীতি জানতেই এই চক্রান্ত করা হয়েছে।”
পাল্টা তোপ ইডির: “তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী” mamata banerjee protest march
অন্যদিকে, ইডি এক বিবৃতিতে জানিয়েছে যে, তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্ত প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স এবং নথি নিয়ে বেরিয়ে গিয়েছেন। ইডির দাবি, মুখ্যমন্ত্রী তাঁর পদের অপব্যবহার করে তদন্তে বাধা দিয়েছেন যা PMLA আইনের অধীনে দণ্ডনীয়। কেন্দ্রীয় সংস্থার স্পষ্ট বক্তব্য, “আমরা কোনো রাজনৈতিক দলের অফিসে তল্লাশি চালাইনি, বরং কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।”
আজ হাইকোর্টে শুনানি
এই নজিরবিহীন ঘটনাটি এখন আইনি লড়াইয়ের রূপ নিয়েছে। তদন্তে বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চেয়েছে ইডি। তৃণমূলের পক্ষ থেকেও ইডির বিরুদ্ধে হেনস্থার মামলা করা হয়েছে। শুক্রবারই বিচারপতি সুভ্ৰ ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা পুলিশও ইডির বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করেছে।
রাজনৈতিক ময়দানে তৎপরতা
আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিলে নেতৃত্ব দেবেন, ঠিক সেই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের গড় বনগাঁয় সফর করবেন। অন্যদিকে, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ রাজ্যে রয়েছেন। তিনি কল্যাণী এইমস এবং টাটা ক্যানসার সেন্টারে কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় সংগঠনিক বৈঠক করবেন।
তদন্তের প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২০ সালের কয়লা কেলেঙ্কারি মামলার রেশ ধরে ইডি দাবি করেছে যে, অবৈধ খনির টাকা একটি হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে আইপ্যাক-এর কাছে পৌঁছেছে। সেই টাকা ২০২২-এর গোয়া নির্বাচনে তৃণমূলের প্রচারে ব্যবহৃত হয়েছিল কি না, তা-ই এখন কেন্দ্রীয় সংস্থার নজরে।
West Bengal: Chief Minister Mamata Banerjee leads a massive protest march from Jadavpur to Hazra today following ED raids at the I-PAC office. While TMC alleges “data theft” of election strategies, the ED moves High Court against the CM for obstructing justice.










