স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি তুললেন মমতা! হাঁটলেন নিতিনের পথে

মোদী সরকারের বাজেট পেশ হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছিল স্বাস্থ্যবিমার এবং জীবনবিমা ক্ষেত্রে জিএসটি (GST) বৃদ্ধি। ইতিমধ্যেই এই নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে…

mamta and nitin

মোদী সরকারের বাজেট পেশ হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েছিল স্বাস্থ্যবিমার এবং জীবনবিমা ক্ষেত্রে জিএসটি (GST) বৃদ্ধি। ইতিমধ্যেই এই নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন তাঁরই সতীর্থ নিতিন গড়করি। এইবার এই জিএসটি বৃদ্ধির প্রতিবাদ করলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জিএসটি প্রত্যাহারের দাবিই নয়, মমতা কিছুটা হুঙ্কারের সুরেই বলেছেন, জিএসটি প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবেন।

   

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা লিখেছেন,’এই ক্ষেত্রে জিএসটি নেতিবাচক। তার কারণ, মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে।’ মমতার কথায়, ‘কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।’ উল্লেখ্য গত বুধবার এই বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন নিতিন।

বহিরাগতদের জাল ডোমিসাইল দুর্নীতির বিরুদ্ধে মিছিল করে প্রশাসনের দ্বারস্থ বাংলা পক্ষ

বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে এই নিয়ে সরব হন তৃণমূলের সাংসদ দোলা সেন। দোলা সরাসরি গডকড়ীকে সমর্থন করেন।প্রসঙ্গত বর্তমান কর কাঠামোয় জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। নরেন্দ্র মোদী জমানাতেই ‘এক দেশ-এক কর’ ব্যবস্থা চালু হয়েছিল। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে সূচনা হয়েছিল জিএসটি-র। গোড়া থেকেই জিএসটি ব্যবস্থার সমালোচক মমতা।