মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা

   স্বামী বিবেকানন্দের স্মৃতি ধন্য কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করবেন প্রধীনমন্ত্রী। যা নিয়েই হইহই কাণ্ড। কিন্তু, মোদীর এই সাধনা নিয়ে বুধবার প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী…

Mamata Banerjee objected to Modi-s meditation at kanyakumari TMC will complain to Election Commission, মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা
  

স্বামী বিবেকানন্দের স্মৃতি ধন্য কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করবেন প্রধীনমন্ত্রী। যা নিয়েই হইহই কাণ্ড। কিন্তু, মোদীর এই সাধনা নিয়ে বুধবার প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)! গোটাটাই ‘লোক দেখানো’ বলে তোপ তাঁর। প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে কমিশনে তৃণমূল নালিশ করতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩০ মে সন্ধ্যা থেকে ১লা জুন- দু’দিন ধরে বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী মোদীর ধ্যানের বিষয়টি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। তবে এই প্রথম নয়, ২০১৯ সালেও ভোটের ফলাফল প্রকাশের আগে গেরুয়া বসন পড়ে কেদারনাথে ধ্যানে বসেছিলেন নমো। যা নিয়ে সেবার সংবাদ মাধ্যম উত্তাল হয়েছিল।

   

কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

প্রধানমন্ত্রী ধ্যান নিয়ে এ দিন বারুইপুরের নির্বাচনী সভায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতিবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি।’

মমতার সংযোজন, ‘সমুদ্রের উপর একটা ভাল জায়গা। ওখানে লোকে ঘুরতে যান, স্বামীজি খুব ভালবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে।’

এরপরই মোদীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘লোকে যখন পুজো করেন, তখন ক্যামেরার সামনে করেন? উনি সমুদ্রের হাওয়া খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।’

১ জুন ভোট, তার আগেই ‘দাপুটে’ তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

মমতার সংযোজন, ‘যদি দেশের প্রধানমন্ত্রী বলেন, তাঁর বায়োলজিক্যাল বাবা-মা নেই। তাঁকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত।’ উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করতে শুরু করেছি, জৈবিক পদ্ধতিতে আমার জন্ম হয়নি।’

মুখ্যমন্ত্রীর দাবি, মোদীর ওই দু’দিন ধ্যান আসলে পরোক্ষে নির্বাচনী প্রচারই। যা তিনি বরদাস্ত করবেন না। তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্বও একই অভিযোগে সরব হয়েছেন। সে রাজ্যের কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাইয়ের বলেছেন, ‘এটা পরিষ্কার যে, মোদী নির্বাচনের আগে ৪৮ ঘণ্টার নীরব সময়ে এমন ঘটনা ঘটিয়ে মিডিয়ার মাধ্যমে গোপনে প্রচার চালাতে চাইছেন। এই বিষয়ে আমরা একটি চিঠি পাঠাব কমিশনকে। প্রয়োজন হলে মাননীয় আদালতের দ্বারস্থও হব।’