Mamata Banerjee: মাধ্যমিকের জন্য জেলা সফর বাতিল করলেন মমতা

পশ্চিমের সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তাঁর যাওয়ার কথা ছিল বাঁকুড়া ও পুরুলিয়া৷ সেখানে তিনি যাচ্ছেন না বলে তৃণমূল সূত্রে…

Mamata Banerjee Is Going To Delhi to Meet PM Modi

পশ্চিমের সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তাঁর যাওয়ার কথা ছিল বাঁকুড়া ও পুরুলিয়া৷ সেখানে তিনি যাচ্ছেন না বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে৷ সভা বাতিল প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা৷ তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে তিনিও কোনও কর্মসূচি করবেন না৷

এদিন বালুরঘাট সার্কিট হাউস থেকে হেলিকপ্টারে মালদহের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় সাংবাদিকদের বলেন, ‘‘৬ ও ৭ ফেব্রুয়ারি আমার বাঁকুড়া ও পুরুলিয়া সফর বাতিল করলাম৷ কারণ আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ তাই পরীক্ষাচলাকালীন কাউকে বিরক্ত করব না৷ বৃহস্পতিবার শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব৷ আমার রাস্তায় কোনো কর্মসূচি থাকবে না৷’’

   

সফর বাতিলের পাশাপাশি এদিন তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন৷ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে বীরভূমে রাহুল গান্ধীর পদযাত্রার অনুমতি দেয়নি জেলা প্রশাসন৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তকেই মান্যতা দিলেন নিজের কর্মসূচি বাতিল করে৷ এমনটাই মত রাজনৈতিকবিদদের৷

প্রচন্ড ঠাণ্ডায় কাঁপছে পাহাড়৷ তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এবার উত্তরবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে রুম হিটার রাখার ব্যবস্থা করা হচ্ছে৷ এবার পরীক্ষা এগিয়ে আসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর৷

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল৷ সেখানে রাত্রিবাসের পর ৬ তারিখ পুরুলিয়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর৷ সভা শেষে ওই দিন রাতে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিতেন তিনি৷

৭ তারিখ বাঁকুড়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দিতেন মুখ্যমন্ত্রী৷ এরপর সেখান থেকে ৭ তারিখ রাতেই কলকাতায় ফিরতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সফর বাতিল করেছেন তিনি নিজে৷ তবে জানিয়েছেন, সরস্বতী পুজোর পর পশ্চিমে সফরে যেতেন পারেন তিনি৷