জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, একনজরে জেনে নিন কর্মসূচি

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করার প্রতিবাদে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপর…

"TMC's Internal Clash Erupts in Birbhum Ahead of Mamata Banerjee's Visit"

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করার প্রতিবাদে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে ধরনের ভাষাগত বিদ্বেষ এবং বৈষম্যের ছবি সামনে আসছে, তা নিয়ে এবার সরাসরি পথে নামলেন তিনি। ভাষার সম্মান রক্ষায় এবার জঙ্গলমহল থেকে ভাষা আন্দোলনের নতুন সূচনা করলেন মমতা।

মঙ্গলবার রাতেই ঘাটাল ও আরামবাগ অঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করেন মেদিনীপুর সার্কিট হাউসে। আজ অর্থাৎ বুধবার (৬ আগস্ট) সকালে তিনি রওনা হন ঝাড়গ্রামের উদ্দেশে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ঝাড়গ্রাম শহরে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়। বিশেষ করে পাঁচ মাথার মোড়ে তৈরি হয়েছে বিশাল সভামঞ্চ। সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল তীব্র গতিতে।

   

ঝাড়গ্রাম শহরের প্রধান রাস্তায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী এক বিশাল পদযাত্রা করেন। এই পদযাত্রায় ‘বাংলা ভাষার সম্মান রক্ষা করো’, ‘বাংলা আমাদের গর্ব’ সহ একাধিক স্লোগান দিতে শোনা যায় মমতাকে ও তাঁর অনুগামীদের। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশ নেয়। হাতে হাতে বাংলা ভাষার পক্ষে লেখা প্ল্যাকার্ড, দলীয় পতাকা ও তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয় গোটা শহর।

মিছিল শেষে পাঁচ মাথার মোড়ে একটি জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলা ভাষাকে বাংলাদেশি বলে অপমান করা হয়েছে। এ অপমান শুধু ভাষার নয়, গোটা বাঙালি জাতির। আমরা মাথা নোই না, মাথা উঁচু করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করব। বাংলার প্রতি বিদ্বেষ ও বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে প্রত্যেককে।”

তিনি আরও বলেন, “বাঙালিদের পরিচয় লুকিয়ে রাখা যাবে না। আমাদের ভাষা, সংস্কৃতি, পরিচয়—এসব আমাদের অহংকার। তাই আজ থেকে এই আন্দোলন শুরু হল জঙ্গলমহল থেকে। একে একে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গেও হবে এই ভাষা পদযাত্রা।”

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভাষা ইস্যুতে জনসংযোগ বাড়িয়ে নিচ্ছে তৃণমূল। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির পাশাপাশি এবার ‘আমাদের ভাষা, আমাদের অধিকার’ স্লোগানে ময়দানে নামতে চাইছেন মমতা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ৭ আগস্ট মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন ঘোড়াধরা স্টেডিয়ামে, যেখানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে। আদিবাসী সংস্কৃতি ও জীবনধারার প্রতি সম্মান জানিয়ে সেখানেও একটি মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মোটের উপর, বাংলা ভাষার সম্মান রক্ষায় জঙ্গলমহল থেকে শুরু হল নতুন ভাষা আন্দোলনের পথচলা। এই পদক্ষেপে জনমানসে কতটা প্রভাব পড়বে, তা সময় বলবে, তবে রাজনৈতিকভাবে এটি যে এক কৌশলী বার্তা, তা বলাই যায়।