লোকসভা ভোটের আগে নতুন করে যেন জন সংযোগে জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার তিনি ঝাড়গ্রামে গিয়ে নতুন করে রাজ্যের জনদরদী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) নিয়ে বড় মন্তব্য করলেন।
তিনি আজ ঝাড়গ্রামে এক প্রশাসনিক সভায় জানায়, ‘আমরা যতদিন থাকবো ততদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে মিলবে। যারা ৫০০ টাকা পেতেন তারা এবার থেকে ১০০০ টাকা করে পাবেন। আর যারা আগে ১০০০ টাকা করে পেতেন এবার থেকে তারা ১২০০ টাকা করে পাবেন। ১০০ দিন থেকে আবাস সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাসের টাকা না দিলে আমরা টাকা দেবো। ১০০ দিনের কাজে ব্যাঙ্কে এক শ্রমিকের ৩০ হাজার টাকা ঢুকেছে। লোকসভার ভোটের আগে শুনতে পাচ্ছি ওরা লুকিয়ে লুকিয়ে উজ্জ্বলা রান্নার গ্যাস দিচ্ছে।’
‘
এদিকে মুখ্যমন্ত্রীর এহেন বার্তা শুনে চমকে গিয়েছেন সকলে। আজ ঝাড়গ্রাম (Jhargram) জেলার মানুষের জীবনযাত্রার উন্নতি জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭৪ কোটি টাকার বহু প্রকল্পের শিলান্যাস করলেন।