কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে এবারে দেখা গেল এক অন্য আবেগের ছবি। ধর্মতলার সমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মঞ্চে উঠে এলেন সেইসব পরিবার, যাঁদের প্রিয়জন পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন (Mamata Banerjee Honors Pahlgam Martyrs)।
আছেন ঝন্টু শেখের বাবাও
নদিয়ার তেহট্টের শহিদ সেনা ঝন্টু শেখের বাবা এবং পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর পরিবার—এই দুই পরিবারকে এদিন শহিদের মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নিজে। সংবর্ধনার পাশাপাশি কুর্নিশ জানান তাঁদের ত্যাগ ও সাহসকে।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন পশ্চিমবঙ্গের একাধিক বাসিন্দা। হামলার পর শুরু হয় সেনা অভিযান। তল্লাশি অভিযানের সময় উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন ঝন্টু আলি শেখ। শহিদ ঝন্টু শেখের বাবা এদিন ধর্মতলার সভায় উপস্থিত ছিলেন, যাঁকে নিজ হাতে মঞ্চে তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্পষ্ট বার্তা
তিনি বলেন, “ওঁদের আত্মত্যাগ আমরা কোনও দিন ভুলব না। বাংলার ছেলেরা দেশের জন্য শহিদ হয়েছে। ওঁদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব।”
তৃণমূল নেতৃত্ব বারবারই কেন্দ্রীয় সরকারকে পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। সেই আবহেই ২১ জুলাইয়ের সভায় শহিদ পরিবারগুলিকে সাম্মানিক উপস্থিতি তৃণমূলের তরফে এক স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
