৫ জানুয়ারি সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভিআইপি সংস্কৃতি রোধে সরেজমিন তদারকি

Mamata Banerjee Gangasagar visit

কলকাতা: তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতা সফরের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর মেলায় ‘ভিআইপি সংস্কৃতি’ প্রতিরোধে আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ৫ জানুয়ারি সাগরদ্বীপে পৌঁছে মেলা পরিচালনার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।

Advertisements

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মেলার প্রস্তুতি পর্যালোচনা ও প্রশাসনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন। পরিদর্শন শেষে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে।

   

পাস নিয়ে কড়াকড়ি

মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন, মেলায় অংশ নিতে আসা সাধারণ পুণ্যার্থীরা যেন কোনো ধরণের অসুবিধার সম্মুখীন না হন। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুবিধার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক অংশগ্রহণে বাধা সৃষ্টি হওয়া চলবে না। সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করা হবে, জল, শৌচাগার, নিরাপত্তা, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা সুষ্ঠুভাবে করা হবে।

সূত্র জানায়, মন্ত্রীর সফর ‘ফাইনাল রিভিউ’ হিসেবেই গণ্য করা হচ্ছে। তার নির্দেশ অনুযায়ী শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করে মেলার নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এছাড়া কপিলমুনির মন্দিরে পুজোর সম্ভাব্য অংশগ্রহণ এবং মন্দিরচত্বর ও সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণের তদারকিও মুখ্যমন্ত্রীর সূচনায় রয়েছে।

কবে থেকে মেলা শুরু

উল্লেখ্য, পৌষ সংক্রান্তিতে ১৪ জানুয়ারি মঙ্গলের পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের কারণে প্রশাসন ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। মুখ্যমন্ত্রীর সরেজমিন পরিদর্শন প্রশাসনের জন্য এই প্রস্তুতি যাচাইয়ের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements