একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল ‘খেলা হবে’ স্লোগান। সেই স্লোগানের রেশ ধরেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নতুন রণধ্বনি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী নির্বাচনে শুধু খেলা নয়, বরং সেই খেলার নাম হবে ‘ফাটাফাটি’।
অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ
মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ২০২৬-এ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। বড়জোড়ার সভা থেকে সেই দাবির পালটা জবাব দিয়ে মমতা বলেন, “আগেরবার দু’শো পার বলেছিলেন, তারপর কী হলো? পগারপার হয়ে গিয়েছিলেন। আজকে বলছেন এবার দুই-তৃতীয়াংশ। আমি বলছি, এবার তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে তোমাদের দেশ থেকে পার করে দেবে।” নাম না করে শাহকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “দিল্লি সামলাতে পারেন না, আপনি দিল্লি সামলান। বাংলা সামলানোর জন্য আপনার মতো দুরাচারীর প্রয়োজন নেই, বাংলার মানুষই যথেষ্ট।”
‘ফাটাফাটি’ খেলার ডাক Mamata Banerjee Fatafati slogan
তৃণমূল কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে মমতা এদিন বলেন, “একুশে দারুণ খেলা হয়েছিল, এবারও হবে। এবারের খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য কী থাকবে, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন, আমি বললে খারাপ লাগবে।” তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে, বিজেপি যদি দাঙ্গা করে, তবে গণতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে ‘পাঙ্গা’ নিতে হবে। তাঁর কথায়, “আমরা লড়ব, মরব, কিন্তু মাথা বিকিয়ে দেব না। আমাকে এত ভয় হলে গুলি করে মেরে দাও না!”
এসআইআর ও বুলডোজার রাজনীতি
ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে এদিনও সরব ছিলেন মুখ্যমন্ত্রী। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “সবার নাম তালিকায় তুলুন। যদি একজন ন্যায্য ভোটারের নাম বাদ যায়, তবে আন্দোলন বাংলা ছাড়িয়ে দিল্লিতেও হবে।” পাশাপাশি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তি, আদিবাসীদের জমি, মন্দির বা গুরুদ্বার-আমরা কোনও কিছুই দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালালে আমরা তা হতে দেব না।”
বড়জোড়ার এই সভা থেকে মমতার ‘ফাটাফাটি’ স্লোগান বুঝিয়ে দিল, আগামী নির্বাচনে বিজেপি-তৃণমূল লড়াই এক নতুন মাত্রায় পৌঁছাতে চলেছে।
West Bengal: The game will be Fatafati!” Mamata Banerjee launches a new 2026 election slogan at her Bankura rally. Reacting to Amit Shah’s claims, she vows to oust BJP democratically and warns of protests against SIR voter list deletions and bulldozer politics.
