“ইউ মাস্ট রিজাইন”: শাহের ‘বঙ্গজয়’ দাবির পালটা হুঙ্কার মমতার

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় এখন ‘হেভিওয়েট’ লড়াই। মঙ্গলবার একদিকে যখন কলকাতা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গজয়ের হুঙ্কার দিলেন, ঠিক…

Mamata Banerjee Demands Amit Shah Step Down

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় এখন ‘হেভিওয়েট’ লড়াই। মঙ্গলবার একদিকে যখন কলকাতা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গজয়ের হুঙ্কার দিলেন, ঠিক তার পালটা বাঁকুড়ার বীরসিংহপুরের জনসভা থেকে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের “আব কি বার/২০০ পার” স্লোগানকে কটাক্ষ করে মমতা এদিন স্পষ্ট জানিয়ে দিলেন, এবার বিজেপিকে বাংলা নয়, বরং দেশ থেকেই বিদায় নিতে হবে।

Advertisements

“ইউ মাস্ট রিজাইন”: স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি

এদিন বাঁকুড়ার সভা থেকে আক্রমণাত্মক মেজাজে মমতা বলেন, ”ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো বলছেন না, ‘আব কি বার/২০০ পার।’ আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলায় ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।” মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে, দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণেই শাহের ইস্তফা দেওয়া উচিত।

   

অনুপ্রবেশ ও সুরক্ষা প্রশ্নে তোপ Mamata Banerjee Demands Amit Shah Step Down

এদিন কলকাতায় অমিত শাহ অভিযোগ করেছিলেন যে, ভোটব্যাঙ্ক বাঁচাতে মমতা সরকার অনুপ্রবেশে মদত দিচ্ছে এবং সীমান্তে কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না। এর পালটায় মমতা কড়া প্রশ্ন তুলে বলেন, ”অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনও সীমান্ত রাজ্যে হয় না? তাহলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা চালাল কারা? আপনারা কী করছিলেন?”

সীমান্তের জমি প্রসঙ্গে শাহের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”রায়গঞ্জ, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙায় আমরা জমি না দিলে কী করে কাজ করতেন? অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব তো বিএসএফের। তারা কেন রুখতে পারে না?” বিএসএফ-এর ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপিয়ে তিনি ফের তাঁর পদত্যাগের দাবিতে গর্জে ওঠেন।

জাতীয় রাজনীতিতে প্রভাব

রাজনৈতিক মহলের মতে, এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিজেপি যখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার রণনীতি নিচ্ছে, মমতা তখন তাকে সরাসরি কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা এবং বাঙালির ওপর আক্রমণ হিসেবে তুলে ধরছেন। বাঁকুড়ার সভা থেকে মমতার এই “রিজাইন” স্লোগান ২০২৬-এর নির্বাচনী লড়াইকে যে আরও তিক্ত করে তুলল, তা বলাই বাহুল্য।

West Bengal: “You Must Resign!” Bengal CM Mamata Banerjee demands Amit Shah’s resignation at a Bankura rally. Reacting to BJP’s 2026 poll predictions

Advertisements