Mamata Banerje: বড় ঘোষণা মমতার, বিজেপি হারলেই I.N.D.I.A-কে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল

বিজেপি হারলে তৃণমূলের ভোট পরবর্তী কৌশল কী হবে? হুগলির নির্বাচনী প্রচারসভা থেকে সেটাই সাফ বলে দিলেন তৃমমূল নেত্রী। প্রত্যেক জনসভাতেই মমতা দাবি করচেন যে তৃতীয়বার…

kuwait-fire-chief-minister-mamata-banerjees-big-instructions-on-the-deadly-fire-in-kuwait

বিজেপি হারলে তৃণমূলের ভোট পরবর্তী কৌশল কী হবে? হুগলির নির্বাচনী প্রচারসভা থেকে সেটাই সাফ বলে দিলেন তৃমমূল নেত্রী।

প্রত্যেক জনসভাতেই মমতা দাবি করচেন যে তৃতীয়বার মোদী কেন্দ্রে সরকার গঠন করতে পারবেন না। পদ্ম বাহিনীর ৪০০ আসনের দাবি করলেও ২০০ পেরোবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ভোটের পর বিজেপি হারলেই বিরোধীদের ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সবরকম সাহায্য করবে তৃণমূল কংগ্রেস।

   

হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে, তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই। অনেক চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অনেক অঙ্ক কষছেন। তাই জেনে রাখুন, বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, কারণ ওরা বিজেপি-র সঙ্গে রয়েছে। আমি দিল্লির কথা বলছি। সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা, যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।’

Amit Shah: ‘ভোটের পরেই মুখ্যমন্ত্রী বদল হবে’, বিরাট ঘোষণা অমিত শাহর

ইন্ডিয়া জোট গঠনের প্রাথমিক পর্যায়ে তৃণমূল নেত্রী দাবি করেছিলেন যে, ওই নামকরণ তাঁরই করে দেওয়া। পরে কংগ্রেসের দাবি না মানা ও সিপিএম থাকায় ইন্ডিয়া জোটে সেইভাবে থাকেনি তৃণমূল। বাংলাতেও জোট হয়নি। তবে প্রচারে বারে বারেই ইন্ডিয়া জোটের নাম করছেন মমতা। আর এবার সরাসরি বাইরে থেকে বিরোধী জোটকে সমর্থনের ঘোষমাও করে দিলেন।

রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কী জোটের নেতৃত্বের প্রশ্নে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, ‘উনি এখন নরেন্দ্র মোদীকে বলতে চাইছেন যে বাইরে থেকে আছি বললাম। তুমি কিছু মনে কোরো না। আসলে হাওয়া বদলের সময় উনি হাওয়ার দিকে যাবেন, এটাই ওঁর রাজনৈতিক বৈশিষ্ট। দীর্ঘদিন ধরেই এই চালিয়ে আসছেন। দেওয়ালের উপর বসে জল মাপছেন নাকি? কখনও জোটে আছেন, কখনও আবার নেই। এখন আবার পাশে বসতে চাইছেন। আবার মোদীকেও বার্তা দিলেন যে ওঁর পাশেও আছেন। কোনও কেন্দ্রীয় দল রাজনৈতিক ভাবে ওঁকে বিশ্বাস করে না।’