কেন্দ্রের ব্লুপ্রিন্ট! সীমান্ত দিয়ে লোক ঢোকাচ্ছে BSF, বিস্ফোরক মমতা

Mamata Banerjee Criticizes BSF কলকাতা: সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-কে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিএসএফই সীমান্ত দিয়ে বাংলায় লোক ঢোকাচ্ছে৷ রাজ্যে…

Bengal's Major Success in Central Panchayat Ministry's Evaluation

short-samachar

Mamata Banerjee Criticizes BSF


কলকাতা:
সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-কে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিএসএফই সীমান্ত দিয়ে বাংলায় লোক ঢোকাচ্ছে৷ রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তাঁর কথায়, এটি কেন্দ্রের ‘জঘন্য পরিকল্পনা’। তাঁর আরও অভিযোগ, বিএসএফ শুধু সীমান্তে অনুপ্রবেশের সুযোগই করে দিচ্ছে না, মহিলাদের উপর অত্যাচারও চালাচ্ছে। (Mamata Banerjee Criticizes BSF)

   

বিএসএফ-কে আক্রমণ Mamata Banerjee Criticizes BSF

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে শান্তি বিঘ্নিত করছে’’। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷৷ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি৷ 

মমতা আরও বলেন, “বিএসএফ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং মহিলাদের ওপর অত্যাচার করছে। তৃণমূল কংগ্রেস সীমান্ত রক্ষা করছে না। সীমান্ত আমাদের হাতে নেই, তাই যদি কেউ তৃণমূলকে দায়ী করে, আমি বলব যে এটি বিএসএফের দায়িত্ব।”

বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে Mamata Banerjee Criticizes BSF

মমতা বন্দ্য়োপাধ্যায় এদিনের বৈঠক মালদার জেলাশাসককে বলেন, সীমান্ত আর কালিয়াচক নিয়ে ব্যস্ত থাকলে জেলার উন্নয়ন হবে না। তারপরই বিএসএফ-কে বিঁধে তিনি বলেন, ‘‘বিএসএফ এখানে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। আপনারা (ডিএম, এসপি) কোনও প্রতিবাদ করছেন না। ডিজিপি-কে নির্দেশ দেওয়া হবে  বিএসএফ কোথা থেকে অনুপ্রবেশ ঘটাচ্ছে, তা যেন তদন্ত করে চিহ্নিত করা যায়। তিনি এও বলেন, ‘‘পুলিশের কাছে সমস্ত তথ্য রয়েছে৷ কেন্দ্রের কাছেও তা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আমি রাজীব কুমার (DGP) এবং স্থানীয় সূত্র থেকে তথ্য পেয়েছি। আমি এ বিষয়ে কেন্দ্রকে একটি কড়া চিঠি পাঠাবো৷’’ 

বাংলাদেশের সঙ্গে শত্রুতা নেই Mamata Banerjee Criticizes BSF

বাংলায় এবং প্রতিবেশী বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠাই যে একমাত্র লক্ষ্য, সে কথা স্পষ্ট জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের কোনও শত্রুতা নেই, তবে গুন্ডাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা অপরাধ করে এবং সীমান্ত পাড়ি দিয়ে ফিরে যায়। বিএসএফ এটি সম্ভব করছে, এবং কেন্দ্রীয় সরকারেরও এতে ভূমিকা রয়েছে।”

তিনি কেন্দ্রকে সতর্ক করে বলেন, “যদি কেউ বাংলায় সন্ত্রাসী কার্যক্রম বাড়ানোর চেষ্টা করে, তবে প্রতিবাদ করা হবে।’’

দীর্ঘ অংশ অরক্ষিত Mamata Banerjee Criticizes BSF

ভারত-বাংলাদেশ সীমান্তের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ অংশের বেশিরভাগই অরক্ষিত এবং নদী দিয়ে বিভক্ত। “ইন্ডিয়া টুডে”র একটি তদন্তে জানা গিয়েছে, এই অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান দিন দিন বেড়ে চলেছে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি অনুপ্রবেশের “নর্সারি” হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “যে সকল লোককে আটক করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি, এবং তাদের বেশিরভাগের ঠিকানা বাংলায়। মমতা দিদি ভোটের জন্য এই পরিস্থিতি সৃষ্টি করছেন, বাংলাকে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের জন্য একটি গেটওয়ে বানাচ্ছেন।’’ 

 West Bengal: West Bengal CM Mamata Banerjee criticizes BSF for allegedly facilitating Bangladeshi infiltration and causing unrest in the state. She claims this is part of a central government conspiracy and accuses BSF of mistreating women.