তৃণমূল শূন্য! ভাষা আন্দোলনের আগেই মমতা পেলেন বিভিন্ন জেলায় সিপিএমের জয় সংবাদ

তৃণমূল জমানায় তারই দল শূন্য পেয়েছে এমনই সংবাদে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার (২৭ জুলাই) কলকাতা থেকে মুখ্যমন্ত্রী বীরভূমে পৌঁছেই…

Mamata Banerjee concerned over news of defeat to CPIM in cooperative elections

তৃণমূল জমানায় তারই দল শূন্য পেয়েছে এমনই সংবাদে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার (২৭ জুলাই) কলকাতা থেকে মুখ্যমন্ত্রী বীরভূমে পৌঁছেই নিজ দলের পরপর পরাজয় সংবাদ পেলেন। সোমবার বোলপুর থেকে তিনি ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন পদযাত্রা শুরু করবেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, লক্ষাধিক জনসমাগম হবে।

Advertisements

রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। লক্ষ্যনীয় এই দুই জেলা থেকেই সিপিআইএমের বিপুল বিজয় সংবাদে রাজ্য আলোড়িত। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সমবায় সমিতির নির্বাচনে শূন্য হয়ে গেছে শাসকদল তৃণমূল। সবকটি আসন পায় সিপিআইএম। আর পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরে নরঘাট সমবায় সমিতির নির্বাচনে বাম শিবিরের কাছে পরাজিত হয়েছে তৃণমূল। সিপিআইএম ৩০ আসনে জিতেছে। তৃণমূলের দখলে ১৬টি, বিজেপি শূন্য।

   

উত্তরবঙ্গ থেকেও মমতার কাছে পৌঁছয় সমবায় ভোটে তৃণমূলের জন্য কঠিন খবর। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা সমবায় ভোটে তৃণমূলের সঙ্গে সমানে টক্কর নিয়েছে বিজেপি। ১৭ টি আসনের মধ্যে ৮টি তৃণমূলের আর ৬টি আসনে জয়ী বিজেপি।

আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগেই এই জেলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বাম মিছিল ভিড় দেখা গেছে। যদিও জেলা তৃণমূলের দাবি, সোমবার দলনেত্রীর সঙ্গে পদযাত্রায় অংশ নিতে জেলার সব প্রান্ত থেকে জনতার ঢল নামবে বোলপুরে।

সোমবার বেলা ১২টা নাগাদ বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পদযাত্রার সূচি। বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগ হাতিয়ার করে বীরভূম জেলা থেকে ভাষা আন্দোলন শুরু করবে তৃণমূল। রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এই ভাষা আন্দোলন।