জহরকে ফোন মমতার, তবুও পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাজ্যসভার সাংসদ

জহর সরকারের (Jahar Sircar) পদত্যাগের ইস্যুতে বেকায়াদায় তৃণমূল (TMC)। রবিবার সকালে আরজি কর (RG Kar case) কাণ্ডের জন্য নিজের ইস্তফা পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে (Mamata…

mamata banerjee calls tmc mp jahar sircar talk on his resignation from rajyasabha on rg kar protest

জহর সরকারের (Jahar Sircar) পদত্যাগের ইস্যুতে বেকায়াদায় তৃণমূল (TMC)। রবিবার সকালে আরজি কর (RG Kar case) কাণ্ডের জন্য নিজের ইস্তফা পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে (Mamata Banerjee) পাঠান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘কোনও সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ আমি আগে দেখিনি। আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম। কিন্তু আশাহত হলাম। 

প্রতিবাদে পিছিয়ে নেই ওরাও, বিচারের দাবিতে হাঁটলেন টানা রিক্সাওলারা

   

আর এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এমন অবস্থায় এদিন সন্ধ্যায় জহর সরকারকে ফোন করেন মমতার বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানান মমতা। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। কিন্তু ফোনালাপে নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকেন রাজ্যসভার সাংসদ। তিনি আগামী ১১ সেপ্টেম্বর দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতিকে তাঁর পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানান। এছাড়াও গোটা ইস্যুতে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

‘মানুষ যা চাইছেন উনিও তাই চাইছেন’, জহরের ইস্তফা নিয়ে সাফাই কুণালের

এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জহর সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত, মানুষের ইচ্ছাই হয়তো তাঁর ইচ্ছা। ওনার সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।”

রবিবার ফের রাত দখল, ‘অভয়া’র বিচারে দাবিতে প্রতিবাদে সামিল গোটা বিশ্ব

তবে জহর সরকারের পদত্যাগ ইস্যুতে কুণাল ঘোষ যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক, বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে দলের ভাবমূর্তি যে একেবারেই ক্ষুণ্ন হয়েছে, তা মানতে দ্বিধা করছেন না কেউই। তাই আরজি কর ইস্যুতে দলের ভাবমূর্তি পুণরুদ্ধারের মরিয়া চেষ্টা চালিয়েও খুব একটা ইতিবাচক ফল পাচ্ছে না তৃণমূল। দলের এই কোনঠাসা অবস্থানে আরও অস্বস্তি বাড়িয়েছে বিধায়ক-সাংসদের ভূমিকা।