Sunday, December 7, 2025
HomeTop StoriesMamata Banerjee: নিজের রাজ্যকে বাঁচাতে ডিভিসির জল ছাড়ছে ঝাড়খণ্ড, মমতার নিশানায় হেমন্ত

Mamata Banerjee: নিজের রাজ্যকে বাঁচাতে ডিভিসির জল ছাড়ছে ঝাড়খণ্ড, মমতার নিশানায় হেমন্ত

- Advertisement -

বাংলার বন্যার জন্য ফের ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হুগলির পরশুড়ায় পরিদর্শনে গিয়ে ডিভিসির ওপর কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ক্ষতি করছে ডিভিসি। ইচ্ছা করে বাংলার ক্ষতি করতে চাইছে কেন্দ্রীয় সংস্থাটি। এটি একটি ম্যানমেড বন্যা। কেন্দ্রের পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারকেও নিশানা করেন করে তিনি বলেন, “নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিভিসি জল ছাড়ছে ঝাড়খণ্ড। আর তাতে বাংলা ডুবছে।” সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথাও হয়েছিল, এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী।  

Mamata banerjee: বন্যা কবলিত হাওড়া-হুগলি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

   

মঙ্গলবার ডিভিসি থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল এক সঙ্গে ছাড়ার ফলে হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুণ্ডেশ্বরী নদীর জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। উদয়নারায়ণপুরে নদী তীরবর্তী গ্রামগুলিতে বুধবার ভোর থেকে জল বাঁধ টপকে ঢুকে পড়েছে। 

পুজোর আগে বাড়ছে দুর্যোগ, আরও ছাড়ল জল, ভয়াবহ বন্যা পরিস্থিতি!

আমতার ভাটোরা দ্বীপ এলাকার বেশ কিছু জায়গায় মুণ্ডেশ্বরী নদীর জল হু-হু করে ঢুকছে। পুজোর আগে বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বেশ কয়েক দিন ধরে। তার মধ্যে মমতা সিদ্ধান্ত নিয়েছেন সরেজমিনে বন্যাবিধ্বস্ত কিছু এলাকা পরিদর্শন করে দেখার। জানা গিয়েছে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন হুগলির পর মেদিনীপুুরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ রাতে থাকবেন। আগামীকাল বৃহস্পতিবার ঘাটাল পরিদর্শনে যাবেন তিনি। 

বন্যা পরিস্থিতি নিয়ে হচ্ছে না খবর, সংবাদমাধ্যমকে কটাক্ষ দেবাংশুর!

গত কয়েক দিনে লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দামোদর নদে অতি প্লাবনের ফলে বন্যা কবলিত জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া, হুগলির মতো জেলাগুলি পরিদর্শনে যাওয়ার কথা জানানো হয় রাজ্য প্রশাসনের তরফে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular