আরজি কর গুন্ডামির জায়গা নয়, ‘রাম-বাম’ জোটকে তীব্র হুঙ্কার মমতার

আরজি কর (R.G.Kar Hospital) কাণ্ডে রাম-বাম জোটকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee)। শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে গর্জন মমতার। সম্প্রতি বাম-বিজেপির ‘অতিসক্রিয়তা’ চক্রান্ত…

Mamata Banerjee attackes BJP and cpim over RG kar vandalism incident

আরজি কর (R.G.Kar Hospital) কাণ্ডে রাম-বাম জোটকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee)। শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে গর্জন মমতার। সম্প্রতি বাম-বিজেপির ‘অতিসক্রিয়তা’ চক্রান্ত আখ্যা দিলেন তিনি। রাজ্যের ওই দুই বিরোধী দলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তিনি। আরজি করে বুধবার রাতে সিপিএম ভাঙচুর করেছে বলে দাবি করেন মমতা।

আরজি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জন রাজ্যজুড়ে, ধিক্কার KKR অধিনায়কের

   

তিনি বলেন, “আরজি করে সিপিএম বিজেপি ভাঙচুর করেছে। সিসিটিভি ভেঙে দিয়েছেন, হাসপাতাল ভেঙে দিয়েছেন। হাসপাতাল তৈরির টাকা কী আপনারা দেবেন? হাসপাতাল গুন্ডামি করার জায়গা নয়। আমরাও চাই অপরাধীর ফাঁসি চাই।”

বুধবার মেয়েদের রাত দখলের মিছিলে বেশকিছু জায়গায় জাতীয় পতাকা দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (mamata Banerjee) বলেন, “রাতের মিছিলে জাতীয় পতাকা নিয়ে গুন্ডামি করেছে, সিপিএম বিজেপি। এটা আইনত অন্যায়। ” বাংলাদেশের মতো বাম-বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলেও তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি আইএমএফের

এদিকে শুক্রবার আরজি কর (R.G.Kar Hospital) সংলগ্ন শ্যামবাজারে ধর্ণায় বসেছে রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্ব। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের সামলাতে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় এলাকায়। এদিন সেই প্রসঙ্গ টেনে মমতা (mamata Banerjee) বলেন, “রাজনীতি করার নাম করে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে।

উন্নাও হাথরসে বিচার হয় না। প্রতিবাদও করে না। উত্তরপ্রদেশে কত টিম পাঠালেন? বাংলায় ১০০ টা টিম পাঠালেন। আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, হেলথ মিশনের টাকা আটকে রেখেছেন কেন? স্বরাষ্ট্রদফতর থেকে রিপোর্ট চাইছে কেন? আইবি, থাকা সত্বেও রাজ্যকে কেন বারবার রিপোর্ট চেয়ে চাপ দেওয়া হচ্ছে।” 

পাশাপাশি বিক্ষোভরত চিকিত্সকদের তিনি বলেন, “ডাক্তারেরা, নার্সেরা আপনারা দয়া করে কাজে যোগ দিন। অসহায় মানুষদের দয়া করে সেবা করুন, কারণ হাসপাতালের প্রতিটা কর্মচারির ভূমিকা অনস্বীকার্য।”