২৬’র ভোট পাখির চোখ, দুর্গাপুজোয় ক্লাবে ক্লাবে বিপুল বরাদ্দ বাড়িয়ে কৌশলী পদক্ষেপ মমতার?

দুর্গাপুজোয় নিয়ে রাজ্যের পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় রাজ্য প্রশাসনের তরফে।…

Mamata Banerjee Puja

দুর্গাপুজোয় নিয়ে রাজ্যের পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় রাজ্য প্রশাসনের তরফে। এবার রাজ্যের কমপক্ষে ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর এই অনুদান বেড়ে ১ লাখ হতে পারে বলে আগাম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতবার রাজ্যের ক্লাবগুলিকে পুজো আয়োজনে ৭০ হাজার টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এবার তা আরও ১৫ হাজার টাকা বাড়ানো হল।

Mamata Banerjee: সুজিতকে হুঁশিয়ারি, থিম নিয়ে দুশ্চিন্তায় মমতা! বন্ধ হবে রানাঘাটের ‘বড় দুর্গা’?

   

বিগত কয়েক বছর ধরেই রাজ্যের ক্লাবগুলিকে বিপুল অর্থ বরাদ্দ করে আসছে রাজ্য সরকার। ২০ হাজার টাকা থেকে শুরু করে ২০২৪ সালে আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার টাকায়। রাজ্যে দুর্গাপুজোয় নিয়ে এই প্রশাসনিক হস্তক্ষেপ বা অতি সক্রিয়তা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ডিএ’র টাকার বরাদ্দ না বাড়িয়ে মুখ্যমন্ত্রী কীভাবে ক্লাবগুলিকে বিপুল অর্থ বাড়াচ্ছে, তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। এবারও মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণায় মুখ খুলেছেন বাম থেকে গেরুয়া শিবির।

আরও দরাজ মমতা, এবার দুর্গা পুজো অনুদান বেড়ে ৮৫ হাজার টাকা

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘এই ধরণের অনুদান দেওয়া অত্যন্ত অনৈতিক। শুভ বুদ্ধিসম্পন্ন পুজো কমিটিগুলির সদস্যদের কাছে আবেদন, প্রতিবাদ করে এই অনুদান প্রত্যাখ্যান করুন। না হলে রাজ্যের কোষাগারের ক্ষতি হবে।’ তবে বাম নেতার এই অনুদান প্রত্যাখান আদৌ তাঁরা করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে আরও মজা, ফিচারের ঝলক দেখে খুশি ব্যবহারকারীরা

তবে রাজনৈতিক মহলের ধারণা, এই পুজোয় বরাদ্দ বাড়িয়েই রাজ্যের দলীয় সংগঠনকে আরও মজবুত করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য। কারণ ২০২৬ বাংলায় বিধানসভা ভোট। তার আগে জেলা ও ব্লকস্তরে দলের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করতে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্লাবগুলির সঙ্গে টাকার লেনদেন নিয়ে স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও জেলায় পুরসভাগুলির সমন্বয় তৈরি করা হয়। আর এই সমন্বয়ের মাধ্যমে ক্লাবগুলির টাকার অডিটের খতিয়ান নেওয়া হয়।

Arnab Dam: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করলেন অর্ণব, কিভাবে কাটল জট? জানালেন বিভাগীয় প্রধান

প্রতিটি ক্লাব পরিচালন কমিটিতে সদস্যদের বাইরেও টাকার জোরেই ঢোকানো হচ্ছে শাসকদলের লোক। অতীতে এমনও অভিযোগ তুলেছিল বহু ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি শাসকদল। টাকার জোরেই ক্লাব দখল যে আসলে ভোটব্যাঙ্ক বাড়ানোর হাতিয়ার তা বুঝতে বাকি নেই কারওরই।

বিশ্লেষকদের মতে, আর বছর দেড়েক পরই বিধানসভা ভোট। লোকসভায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। দলীয় পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের ১২১ টি আসনে এগিয়ে রয়েছে শাসকদল। তারপর সংগঠনের তৃণমূলস্তরে এই বিপুল বরাদ্দ চতুর্থবার বৈতরনী পার করানোর কৌশলমাত্র।