মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটকেই ‘দিশাহীন’ ও ‘জনবিরোধী’ বলে আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বিধানসভায় নিজের দফতরে বসে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এই বাজেট দিশাহীন, জনবিরোধী, দূরদর্শিতাহীন। শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। আমি কোনও আলো দেখতে পাচ্ছি না। অন্ধকার, অন্ধকার শুধু অন্ধকার। পশ্চিমবঙ্গকে হিংসা করে কেন্দ্র। তাই আমাদের বার বার বঞ্চিত করে।’
বাজেটে কীসের দাম কমছে? কোনগুলোর দাম বৃদ্ধি? কতটা সুরাহা মধ্যবিত্তের?
২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটকে ‘বিহার – অন্ধ্র বাজেট’ বলে আক্রমণ করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন, ‘বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশকে দু’হাত উপুড় করে দেওয়া হয়েছে। দেওয়া হোক তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন? যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কেন্দ্রীয় সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না। আগামী নির্বাচনে এর জবাব দেবে বাংলার মানুষ।’
আলুর দাম হাফ সেঞ্চুরি পার! মধ্যবিত্তের মাথায় হাত
অভিষেকের জবাব উড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপি সভাপতি বলেন, ‘দেশের বেশ কয়েকটি রাজ্য ভেঙে নতুন রাজ্য হয়েছিল। তার মধ্যে ২টি রাজ্য হল বিহার ও অন্ধ্রপ্রদেশ। তাদের অনেক দিনের দাবিদাওয়া ছিল। সেই দাবিগুলো মেটানোর চেষ্টা করা হয়েছে। তাড়া প্রতিবেশী রাজ্যের উন্নয়ন হলে তার সুফল তো বাংলাও পাবে। অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে গয়ার উন্নয়ন হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না কেন?’
শপথ চার বিধায়কের, ফের বিতর্কে ঘি?
বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মহিলা, যুব, গরিব এবং কৃষকদের বিশেষ সুযোগ বাজেটে
বাজেটে কীসের দাম কমছে? কোনগুলোর দাম বৃদ্ধি? কতটা সুরাহা মধ্যবিত্তের?
১০ লক্ষ্য টাকা ঋণ, বাজেটে পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা