HomeBharatPoliticsডিভিসি নিয়ে কেন্দ্রের দাবি উড়িয়ে ফের মোদীকেই চিঠি মমতার

ডিভিসি নিয়ে কেন্দ্রের দাবি উড়িয়ে ফের মোদীকেই চিঠি মমতার

- Advertisement -

ভয়াবহ বন্যা পরিস্থিতির ঘটনার কারণ হিসেবে কেন্দ্রকেই দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কারণ তিনি ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে জানিয়েছিলেন, এটিকে ‘ম্যান মেড’ বন্যা বলে আকার দিয়েছিলেন৷ 

রাজ্যকে না জানিয়ে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছিল৷ যার জেরে প্রায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলের তলায় রয়েছে৷ কিন্তু সেই দাবি মেনে নেয়নি কেন্দ্র৷ বলা হয়, রাজ্যকে জানিয়ে তবেই ডিভিসি থেকে জল ছাড়া হয়েছিল৷ এবার সেই দাবিকে নস্যাৎ করে ফের কেন্দ্রকে চিঠি মমতার৷

   

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কাছে অনুদান চেয়ে মুখ্যমন্ত্রী চার পাতার চিঠিতে লিখেছেন, “অনিয়ন্ত্রিত, একতরফা এবং বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে রাজ্যে দুর্যোগ দেখা দিয়েছে। এর আগে ডিভিসি থেকে এত পরিমাণ জল মোটেই ছাড়া হয়নি। ২০০৯-এর পর দামোদর নিম্ন অববাহিকা ও সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে।” পাশাপাশি এই চিঠিতে এই বন্যা ‘ম্যান-মেড’ বলেও অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী।

মমতার বিস্ফোরক দাবি, “আমি ব্যক্তিগতভাবে মনে করি আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজনই ছিল না। আর এত বিপুল পরিমাণ জল ছাড়া না হলে দক্ষিণবঙ্গে এহেন বন্যা পরিস্থিতি তৈরি হত না।” ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেন মমতা।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular