Malda: উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে আন্দোলনকারী ছাত্রী আত্মঘাতী

উচ্চমাধ্যমিকে পাশ করতে না পেরে আন্দোলনে শামিল হয়েছিলেন৷ এমনকি মালদা (Malda) শিক্ষা দফতরে এসে স্লোগান তুলছিলেন৷ শনিবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার…

Malda: উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে আন্দোলনকারী ছাত্রী আত্মঘাতী

উচ্চমাধ্যমিকে পাশ করতে না পেরে আন্দোলনে শামিল হয়েছিলেন৷ এমনকি মালদা (Malda) শিক্ষা দফতরে এসে স্লোগান তুলছিলেন৷ শনিবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার হল৷ পরিবারের তরফে দাবি, পাশ না করতে পেরেই আত্মহত্যা করেছে ওই ছাত্রী।

সূত্রের খবর, ওই ছাত্রীর নাম শম্পা হালদার। মালদহের হবিবপুরের ডুবাপাড়া থানার ঘটনা। হবিবপুরের আরএন রায় গার্লস স্কুলের এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শময়া৷ এ বছর ওই স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষার্থী এর মধ্যে ৮০ জন পাশ করেন। বাকিরা অকৃতকার্য হন।

পাশ করানোর দাবিতে মালদহের বুলবুলচণ্ডী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা। সম্প্রতি জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। সেই বিক্ষোভে ছিলেন শম্পা।

Advertisements

শম্পার বাবা কুশি হালদার জানিয়েছেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরিবারের সদস্যদের চোখের আড়ালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে। পুলিশ সুপার অমিত কুমার শাহ বলেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷ তাই তদন্ত শুরু হয়েছে।