Malda blast: কালিয়াচকে বিস্ফোরণ, জখম ৫ শিশু

blast in kaliachak

মালদহের (Malda) কালিয়াচকে বোমা বিস্ফোরণ। এই বিস্ফোরণে জখম কয়েকজন শিশু। রবিবার দুপুরে বল নিয়ে খেলতে গিয়েছিল তারা। তখনই বিস্ফোরণ হয়। মুহূর্তে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত হয় শিশুরা। তাদের মালদহ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।

Advertisements

কালিয়াচকের গোপালনগরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, গ্রামের একটি কুয়োর পাশে পড়ে থাকা গোলাকার বস্তুকে বল ভেবে লাথি মারতেই সেটিতে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের প্রচণ্ড শব্দে হতচকিত হন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাঁচ শিশু জখম। দ্রুত তাদের গোপালগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বুঝে তাদের মালদা মেডিকেলে পাঠানো হয়।

Advertisements

জখম পাঁচ শিশুর নাম বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০) সুবল সাহা(৬) ও রাইহান শেখ(৪) । পুলিশ জানিয়েছে এই ধরণের বিস্ফোরণ আগেও হয়েছে কালিয়াচকে। বলের আকারে বিস্ফোরক ফেলে রাখা হয় যেখানে সেখানে।