১৭ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ১

A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

শনিবার ১৭ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ছোট গাড়ির চালক। শনিবার রাতে ওদলাবাড়ি-বাগ্রাকোটের মাঝে ঘিস সড়ক সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। ঘটনাস্থলেই নিজের গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয় চালকের।

মাল থানার আইসি সুজিত লামা জানিয়েছেন, মৃত গাড়ি চালকের নাম শিব কুমার ঠাকুর(৩০)। তিনি বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিশরিভার চা বাগানের টুকরিয়া ডিভিশনের বাসিন্দা ছিলেন।

   

জানা গিয়েছে, গতকাল রাতে দ্রুত গতিতে ওদলাবাড়ির দিক থেকে লিশরিভার চা বাগানের বাড়িতে ফিরছিল গাড়িটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘিস সড়ক সেতু পেরিয়ে ছোট একটি কালভার্ট পেরিয়ে উলটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন