শহিদ সমাবেশে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত কর্মী-সমর্থকেরা

Accident: একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন হুগলির খানাকুলের বালিপুর এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওয়াখানা এলাকায় তাঁদের…

Jharkhand Kanwar Yatra Deaths

Accident: একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন হুগলির খানাকুলের বালিপুর এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা। কিন্তু পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওয়াখানা এলাকায় তাঁদের গাড়ি একটি বাসে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়ির ছাদে থাকা বেশ কয়েকজন নীচে পড়ে যান। গুরুতর চোট পান অন্তত তিন জন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে প্রায় ৩০ থেকে ৩৫ জন সমর্থক সমাবেশের উদ্দেশে যাচ্ছিলেন। জগৎবল্লভপুরের হাওয়াখানায় পৌঁছনোর পর গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। ফলে গাড়ির ছাদে থাকা কয়েকজন নীচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

   

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

Advertisements

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।