কলকাতা: খাস দক্ষিণ কলকাতার হরিদেবপুরের রিজেন্ট পার্ক এলাকায় জন্মদিনের পার্টিতে তরুণীর গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে বর্ধমান স্টেশন থেকে পুইশের হাতে আটক হয় চন্দন। তবে আরও এক অভিযুক্ত দীপ এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, দীপ কোনও সরকারি অফিসের কর্মী।
উল্লেখ্য, শুক্রবার হরিদেবপুরের রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে ২০ বছর বয়সী নির্যাতিতার জন্মদিনের পার্টি আয়োজন করে চন্দন এবং দীপ। তরুণীকে সেখানে নিয়ে যায় চন্দন। সেখানে গিয়ে খাওয়াদাওয়া করেন তাঁরা। দেরি হয়ে যাওয়ায় বাড়ি যেতে চান তরুণী। তখনই দরজা বন্ধ করে তাঁকে মারধোরের পর গণধর্ষণ করে দুই অভিযুক্ত।
শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ, কোনোক্রমে ফ্ল্যাটটি থেকে পালাতে সক্ষম হন নির্যাতিতা। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানিয়ে শনিবারেই পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীকে পুজো কমিটিতে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়েছিল চন্দন ও দীপ।
বলা বাহুল্য, নারীদের জন্য দেশের অন্যতম সুরক্ষিত শহর হিসেবে পরিচিত কলকাতার বুকে একের পর এক গণধর্ষণের ঘটনা সামনে উঠে আসছে। গতবছর আগস্ট মাসে আরজি করের চিকিৎসক পড়ুয়ার খুন এবং গণধর্ষণের পর ২৫ জুন দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনা। প্রশ্নের মুখে ফের শহরের নারী সুরক্ষা। অপর অভিযুক্ত দীপের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।