কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ফের বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তাঁর এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।
গত শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এক সভায় মহুয়া বলেছিলেন, ভারতের সীমান্ত সুরক্ষার দায় একমাত্র কেন্দ্রের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর। অথচ প্রতিদিন বাংলাদেশ থেকে হাজারে হাজারে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই তাঁর মন্তব্য, “প্রথমেই অমিত শাহর মাথা কেটে টেবিলে রাখা উচিত।”
এফআইআর ও বিতর্ক
এই বক্তব্যের পর রবিবার ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ, সাংসদের মন্তব্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হেয় করেছে, ঘৃণা ছড়িয়েছে এবং জাতীয় ঐক্যের পক্ষে হুমকি তৈরি করেছে। অভিযোগকারীর নাম গোপাল সামন্তো।
‘বাগধারা বোঝে না বোকা লোক’ Mahua Moitra Amit Shah controversy
বিতর্ক বাড়তেই মহুয়া মৈত্র সাফাই দেন, তিনি আসলে একটি বাগধারা ব্যবহার করেছিলেন, আক্ষরিক অর্থ বোঝাতে চাননি। তাঁর বক্তব্য, “ইংরেজিতে heads will roll মানে মাথা কেটে ফেলা নয়, বরং দায়বদ্ধতা নেওয়া। বাংলায় যেমন বলা হয় লজ্জায় মাথা কাটা যাওয়া। আমি সেই অর্থেই বলেছি। কিন্তু বোকারা বাগধারা বোঝে না।”
মহুয়া অভিযোগ করেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে অনুবাদ করা হয়েছে। “গুগল ট্রান্সলেট দিয়ে বাংলার ‘মাথা কাটা’কে ইংরেজি ও হিন্দিতে ঘুরিয়ে বিকৃত অর্থে লেখা হয়েছে এফআইআরে।”
ছত্তীসগড় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
সাংসদের আক্রমণ কেবল এখানেই থামেনি। তিনি কুন্ডাগাঁও জেলার পুলিশ সুপার ও প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁর দাবি, অভিবাসী বাঙালি শ্রমিকদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এবং আদালতে না তুলে বেআইনিভাবে আটক রাখা হয়। মহুয়ার কথায়, “ছত্তীসগড় হাইকোর্ট নোটিশ জারি করার পর লেজ গুটিয়ে মুখে চপেটাঘাত খেয়ে এসপি এফআইআর প্রত্যাহার করেছেন।”
রাজনৈতিক তাৎপর্য
অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এবার সেই অভিযোগকেই পাল্টা হাতিয়ার করে মহুয়া মৈত্র সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব প্রশ্নবিদ্ধ করলেন।
এখন প্রশ্ন, এটি কি নিছক ভাষাগত বিভ্রান্তি, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক আক্রমণ? মামলার চাপ ও তৃণমূল সাংসদের পাল্টা প্রতিরোধ, সব মিলিয়ে মহুয়া মৈত্রর মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়েছে।
West Bengal: TMC MP Mahua Moitra’s “heads will roll” remark targeting Home Minister Amit Shah over infiltration sparks a political firestorm. Find out why an FIR was filed against her, what she said about the idiom, and how the controversy is linked to Google Translate.