
প্রয়াত ঐতিহ্যবাহী পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রাণী গর্গ। মাল্টি অর্গান ফেরিওরের কারণে তার মৃত্যু বলে সূত্র মারফত খবর। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৪ বছর।
মহিষাদল রাজ পরিবারের সকলের কাছে তিনি বড়মা হিসেবে পরিচিত ছিলেন। গতকাল তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যু হয়। রাজমাতা ইন্দ্রানী দেবীর পুত্র সৌর্য প্রসাদ গর্গ এমনটাই জানিয়েছেন।
মহিষাদল রাজপরিবার সূত্রে খবর কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শেষ কৃত্য হবে রাজমাতার। শোকাহত গোটা এলাকা।
মহিষাদল রাজপরিবার বঙ্গ সমাজ জীবনে বহু দাগ রেখেছে। সেই পরিবারের কূলবধু ছিলেন রাজমাতা ইন্দ্রাণী।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










