শর্ট স্কার্ট-ছোটো ড্রেসে ‘না’, দার্জিলিঙের মহাকাল মন্দিরে জারি পোশাক বিধি

Mahakal Temple dress code controversy

দার্জিলিঙের মহাকাল মন্দিরে এবার নতুন পোশাকবিধি কার্যকর করল মন্দির কর্তৃপক্ষ। মহিলারা আর শর্ট ড্রেস বা স্কার্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না, এমনই নোটিশ টাঙানো হয়েছে মন্দির চত্বরে। নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

Advertisements

জানা গিয়েছে, গত সপ্তাহেই মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের পোশাকবিধি নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, ছোট পোশাক পরে মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এরপরই মন্দির চত্বরে পোস্টার সাঁটানো হয়, “শর্ট ড্রেস বা স্কার্টে প্রবেশ নিষিদ্ধ”।

   

রয়েছে বিকল্প ব্যবস্থাও

তবে নিয়মের সঙ্গে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ছোট পোশাকে মন্দিরে আসবেন, তাঁরা ডোনেশন কাউন্টার থেকে ভাড়ায় লম্বা ঝুলের ঘাগরা সংগ্রহ করতে পারবেন। দর্শন শেষে সেই পোশাক ফেরত দিতে হবে মন্দির কমিটিকে।

মহাকাল মন্দির পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোস্যাইটির দাবি, “এই এলাকা মানুষের শ্রদ্ধা, বিশ্বাস ও ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত। তাই সঠিক পোশাকেই প্রবেশ করতে হবে।” কর্তৃপক্ষের আরও বক্তব্য, কেউ যদি নিয়ম সম্পর্কে পূর্বে অবগত না থাকেন, মন্দিরের পক্ষ থেকেই তাঁকে উপযুক্ত পোশাক দেওয়া হবে। পুরো বিষয়টির উপর নজর রাখবেন কমিটির সদস্যরা।

Advertisements

কেন এই সিদ্ধান্ত?

মন্দির কর্তৃপক্ষের মতে, ধর্মীয় পরিবেশের মর্যাদা রক্ষা করতেই এই সিদ্ধান্ত। তবে এই নতুন বিধি কার্যকর হতেই দুই ভাগে বিভক্ত পর্যটক মহল। একদল মনে করছেন, “মন্দির মানে পবিত্র স্থান, সেখানে পোশাক নিয়ে কিছু বিধিনিষেধ থাকা স্বাভাবিক।” অন্যদিকে, বিরোধী পক্ষের দাবি, “দার্জিলিঙের মতো আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে এত কড়া পোশাকবিধি বাস্তবসম্মত নয়। সাইটসিনের পথে হঠাৎ মন্দিরে গেলে পোশাক বদল সম্ভব নয়।”

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে গিয়ে এই মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন। এখন নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, পাহাড়ের অন্যতম দর্শনীয় এই মন্দির ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ও আলোচনা।