মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট রেলস্টেশনে সোমবার দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় স্টেশন চত্বরে। গল গল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়৷ এই অগ্নিকাণ্ডের জেরে ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। (Magrahata Railway Station Fire)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আচমকাই আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেশন চত্বরে একটি মোবাইল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকানের উপর ত্রিপলের ছাউনি থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। কিছু লোকের দাবি, আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ এবং মগরাহাট থানার পুলিশ। তারা স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে, দমকল দপ্তরকেও খবর দেওয়া হয়।
এ ঘটনায় ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি, পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
West Bengal: Fire at Magrahata station in South 24 Parganas disrupts Diamond Harbour train services. Blaze spreads rapidly from mobile shop, causing panic and inconvenience. Local efforts to extinguish fire continue.