Madhyamik Result 2022: বাঁকুড়া-পূ:বর্ধমান থেকে জোড়া প্রথম, জেলার চমক

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (Madhyamik Result 2022) হলো৷ মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ১১৪ জন। মেধা তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে জেলার বিদ্যালয়গুলি৷ এ বছর মোট…

Madhyamik Result 2022: বাঁকুড়া-পূ:বর্ধমান থেকে জোড়া প্রথম, জেলার চমক

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (Madhyamik Result 2022) হলো৷ মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ১১৪ জন। মেধা তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে জেলার বিদ্যালয়গুলি৷ এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষা দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া।

একনজরে দেখুন তালিকা…

৬৯৩ নম্বর পেয়ে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌণক মণ্ডল প্রথম হয়েছে।

যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌণক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯২।

যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১৷

Advertisements

চতুর্থ হয়েছেন চার জন। এই চারজনের মধ্যে রয়েছে শ্রুতর্ষি ত্রিপাঠী। কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র সে। বাকিদের নাম, অভিষেক গুপ্ত, অভীক দাশ, সাগ্নিক কুমার দে। প্রাপ্ত নম্বর ৬৯০।

পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯।
ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮।
সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭।
অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬।
নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫।
দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪।

৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এ বছর বছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। ৯৭.৬৩ শতাংশ।