Madhyamik Exam Result: প্রকাশ্যে এল মাধ্যমিকের ফলাফল, প্রথম কে হয়েছে জানেন?

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার ২মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (Madhyamik Exam Result) করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর ফলপ্রকাশ হল। চলতি বছরে মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। পাসের হারে প্রথমে রয়েছে কালিম্পং। তারপর দ্বিতীয় নম্বরে কলকাতা এবং তিন নম্বরে রয়েছে কলকাতা।

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, গত বছরের তুলনায় এই বছর বেড়েছে পাসের হার। ৯:৪৫ থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধীকার হল কোচবিহারের চন্দ্রচূড় সেন। সে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র। সে পরীক্ষায় পেয়েছে ৬৯৩, দ্বিতীয় হয়েছে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, যে কিনা পেয়েছে ৬৯২।  পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। 

রেজাল্ট জানা যাবে www.wbresults.nic.in, wbbse.org, wbbse.wb.gov.in -এই ওয়েবসাইটগুলির মাধ্যমে।  www.wbresults.nic.in ফলাফল জানা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমেও।

প্রথম স্থানে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন- প্রাপ্ত নম্বর ৬৯৩। 

দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর ৬৯২। 

তৃতীয় স্থানে  দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বসুরি, দক্ষিণ ২৪ পরগনা, নৈরৎ রঞ্জন পাল। প্রাপ্ত নম্বর ৬৯১। 

চতুর্থ স্থানে- হুগলির তপজ্যোতি মণ্ডল, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০।  

Advertisements

পঞ্চম স্থানে রয়েছে উত্তর বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক, প্রাপ্ত নম্বর ৬৮৯। 

ষষ্ঠ স্থানে ত্রিশানু সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৮।   

দশম শ্রেণির মাধ্যমিকের পরীক্ষায় প্রথম হয়েছে কলকাতার মাত্র একজন পড়ুয়া। এ বছর কলকাতায় পাশের হার ৯১.৬ শতাংশ। পরীক্ষায় ৫৭ জন ছাত্রছাত্রী শীর্ষে রয়েছে। মেধা তালিকা অনুযায়ী, র‍্যাঙ্ক ১ পেয়েছে ১ জন, র‍্যাঙ্ক ২ পেয়েছে ১ জন, র‍্যাঙ্ক ৩ পেয়েছে ৩ জন, ৪ র‍্যাঙ্ক পেয়েছে ১ জন, পঞ্চম র‍্যাঙ্ক পেয়েছে ১৮ জন, দশম স্থান পেয়েছে ১৮ জন।