HomeBharatPoliticsPanchayat Election: মদন বচন, ৯৮ শতাংশ পঞ্চায়েতে ভোট ছাড়াই জিতবে তৃণমূল

Panchayat Election: মদন বচন, ৯৮ শতাংশ পঞ্চায়েতে ভোট ছাড়াই জিতবে তৃণমূল

- Advertisement -

বিরোধীদের চরম হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। ‘পঞ্চায়েতে ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল।’

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই মদন মিত্রের এই হুঁশিয়ারি বিরোধীদের ভাবাচ্ছে। তবে কি ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি দেখবে বাংলা ! চর্চায় রাজনৈতিক মহলের অন্দরে।

   

বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই। দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে। বাকি ২২টি জেলায় হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। একদফাতেই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট।

বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই বিরোধীদের চরম হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদনের কথায়, “পঞ্চায়েতের ৯৮ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল। মনোনয়ন তুলতে বিজেপি প্রার্থীর ১০ জন করে সিআরপিএফ লাগবে। বুক ফুলিয়ে বলার মতো বিজেপি প্রার্থীই নেই বাংলায়।”

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই মনে করছেন তিনি। তিনি আরও বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় শান্তিপূর্ণ ভোট হবে পঞ্চায়েতে। পেনাল্টিতেও তো গেলাকিপার থাকে, এখানে গোলকিপার থাকবে না।”

এর পাল্টা বিজেপিও কড়া ভাষায় জবাব দিয়েছে। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হাসপাতালের বেড যেন ওঁরা বুক করে রেখে দেয়।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular