কলকাতা: মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের উত্তর চন্দনপুরে মা-কালীর মূর্তি ভাঙা নিয়ে বুধবার সকালেই এক্সে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই ভাঙা কালী-মূর্তিকে ‘প্রিজন ভ্যানে তুলে পালালো পুলিশ’, বলে অভিযোগ করলেন তিনি।
শুভেন্দু লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ শেষমেশ মা কালী কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো !!! ছিঃ ছিঃ, এই লজ্জা রাখার জায়গা নেই…”। গত রাতের ঘটনায় উত্তর চন্দনপুরের হিন্দু গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানান বলে উল্লেখ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁদের ভয় দেখিয়ে পুলিশ মন্দিরের দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
https://x.com/SuvenduWB/status/1980912759618564267
এক্সে ঘটনার ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপরমহলে বিড়ম্বনা সৃষ্টি হয়।” পুলিশ সুপার কোটেশ্বর রাও-এর নেতৃত্বে কয়েকশো পুলিশ ভাঙা কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ শুভেন্দুর।
কালী মূর্তি ভাঙার অভিযোগ
বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে কাকদ্বীপের ঘটনার একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গকে পশ্চিম-বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে”।
কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনাকে রাজ্য প্রশাসন ধাপাচাপা দিতে চাইছে বলে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা।”
https://x.com/SuvenduWB/status/1980850635244552377
তিনি আরও বলেন, “মমতার (Mamata Banerjee) অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয় নি, যে কারণে এই ধরণের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনি জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ।” শুভেন্দুর দুটি পোস্টের প্রেক্ষিতেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি শাসকদল তৃণমূল কংগ্রেস।