বঙ্গোপসাগরে নিম্নচাপ! এবার কী হাড়কাঁপানো শীতে বৃষ্টির পালা?

low pressure in Bay of Bengal

কলকাতা: ক্যালেন্ডারের পাতায় জানুয়ারির প্রথম সপ্তাহ। আর সেই মাহেন্দ্রক্ষণেই শীতের দাপুটে ইনিংসে জবুথবু গোটা বাংলা। মঙ্গলবার শহর কলকাতা সাক্ষী থাকল গত দেড় দশকের শীতলতম দিনের। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১০.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। উত্তুরে হাওয়ার এই মরণকামড়ের নেপথ্যে খলনায়ক নয়, বরং ‘নায়ক’ হিসেবে অবতীর্ণ হয়েছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ।

নিম্নচাপ যখন শীতের নেপথ্যে

সাধারণত নিম্নচাপ মানেই মেঘের আনাগোনা আর বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু এবারের সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন। আবহবিদরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে জন্ম নেওয়া নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থান করছে। এই সিস্টেমটি একটি ভ্যাকুয়াম বা ‘শূন্যস্থান’ তৈরি করেছে, যা ভারতের উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমশীতল হাওয়ার গতি বাড়িয়ে সরাসরি বাংলার দিকে টেনে আনছে। ফলে বৃষ্টির কোনো আশঙ্কা নেই, বরং এই নিম্নচাপই উত্তুরে হাওয়ার পালে বাড়তি হাওয়া দিচ্ছে।

   

হাড় কাঁপানো শীত জেলাতেও low pressure in Bay of Bengal 

শৈত্যপ্রবাহের কবলে জেলাগুলি শুধুমাত্র কলকাতা নয়, হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে জেলাগুলিও। এদিন বীরভূমের শ্রীনিকেতনে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ায় ৭.৮ ডিগ্রি এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে যান চলাচল। সকালে দৃশ্যমানতা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা গিয়েছে চালকদের।

কতদিন চলবে এই পরিস্থিতি?

পাহাড় ও সমতলের পূর্বাভাস আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সমতলের তুলনায় ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি সিকিম সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাতেরও পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর একটাই, রোদেলা আকাশ আর হিমেল হাওয়ার এই যুগলবন্দি পিকনিক ও শীত-বিলাসের মোক্ষম সুযোগ করে দিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে হাওয়া অফিস।

West Bengal: Kolkata recorded its coldest day in 15 years as temperatures dropped to 10.2°C on Tuesday. A low-pressure system in the Bay of Bengal is acting as a catalyst, pulling icy northerly winds into West Bengal. Stay updated on the latest cold wave news.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন