ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি (low pressure in Bay of Bengal)। যার জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে টানা বৃষ্টির নতুন পর্ব। আবহাওয়া দফতরের পূর্বাভাস…

low pressure in Bay of Bengal

কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি (low pressure in Bay of Bengal)। যার জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে টানা বৃষ্টির নতুন পর্ব। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। তার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে প্রবল প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে স্থলভাগে, যার ফলে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বই কমবে না, সেই ইঙ্গিতই মিলছে হাওয়া অফিসের তরফে।

আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে মেদিনীপুর, সব জায়গাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কিন্তু আবহাওয়ার সবথেকে বেশি তেজ ধরা দেবে বৃহস্পতিবার। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও ২০ সেন্টিমিটার অবধিও। তাই ওই ছ’টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

   

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজায় থাকবে কমলা সতর্কতা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির বৃত্ত আরও বড় হবে, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান ও পুরুলিয়ায় জারি হয়েছে সতর্কতা। তবে রবিবার থেকে একটু স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের একাংশে। যদিও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আছড়ে পড়তে পারে আরও এক দফা বৃষ্টি।

এই নিম্নচাপের কারণে উত্তাল থাকবে বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের পরবর্তী কয়েক দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় রাজ্য সরকার কড়া নজরদারির নির্দেশ দিয়েছে।

Advertisements

শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির দাপট। আজ থেকে সোমবার পর্যন্ত আটটি জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শুক্রবার থেকে পরিস্থিতি রীতিমতো জটিল হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে সেই দিন ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং রবিবার ফের দার্জিলিং অঞ্চলে আছড়ে পড়তে পারে ভারী বৃষ্টি। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পরিস্থিতিও বদলাতে পারে দ্রুত।

এদিকে কলকাতা শহরেও আজ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বিকেলের পর থেকে আবহাওয়া আরও গম্ভীর হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আনুমানিক ৩৩ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন ২৮ ডিগ্রি। সপ্তাহান্ত অবধি থেমে থেমে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শহরবাসীকে তাই প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

প্রাক-বর্ষার এই আবহাওয়ার ভোলবদল সাধারণ বৃষ্টির থেকেও বেশি প্রভাব ফেলতে পারে জনজীবনে। তাই পরবর্তী কয়েক দিন নজর রাখুন আবহাওয়ার আপডেটের উপর, সঙ্গে থাকুন নিরাপদে।