শীতের পথে কাঁটা নিম্নচাপ, ভিজবে বাংলা, কোন কোন জেলায় বৃষ্টি?

কলকাতা: সবে মাত্র শীতের চাদর গায়ে জড়িয়েছিল বঙ্গবাসী৷ শীতের আমেজ চুটিয়ে উপভোগ করার  আগেই এল মন খারাপের বার্তা৷ ঝোড়ো ইনিংসের মাঝে বোল্ড আউট শীত৷ নিম্নচাপের…

Low pressure impacts Bengal weather

কলকাতা: সবে মাত্র শীতের চাদর গায়ে জড়িয়েছিল বঙ্গবাসী৷ শীতের আমেজ চুটিয়ে উপভোগ করার  আগেই এল মন খারাপের বার্তা৷ ঝোড়ো ইনিংসের মাঝে বোল্ড আউট শীত৷ নিম্নচাপের স্পিনে প্যাভিলিয়নে ফিরতে হল তাকে৷ শুধু তাই নয়, নিম্নচাপের জেরে শীতের মরশুমে নামতে পারে বৃষ্টি৷ ভিজবে এ রাজ্যের বেশ কিছু জেলা৷ এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে৷ আজ, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস৷ (Low pressure impacts Bengal weather)

পারদ চড়ছে Low pressure impacts Bengal weather

 দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই যত গন্ডোগোল৷ এই নিম্নচাপের অভিমুখ যদিও তামিলনাডু উপকূলের দিকে৷ তবে এর প্রভাব পড়বে রাজ্যের উপর৷ আগামী  ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি চড়বে পারদ৷ বৃষ্টিতে ভিজবে প্রায় গোটা দক্ষিণবঙ্গ৷ বৃষ্টি হবে উত্তরেও৷ 

   

কোথায় কোথায় বৃষ্টি Low pressure impacts Bengal weather

বুধবার থেকেই হাসকা মেঘের চাদরে ঢাকা পড়বে আকাশ। মেঘের কারণে কমবে শীত৷ আগামী ২০ ডিসেম্বর, শুক্রবার ও ২১ ডিসেম্বর, শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে৷ তবে ভারী বৃষ্টি হবে না৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়৷ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়৷  এই দু’দিন উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। ঝিরঝিরে বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে৷ 

West Bengal: Low pressure impacts Bengal weather. Bengal’s winter interrupted as low pressure brings rain warning.