কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই শুক্রবার রাত থেকে শুরু বৃষ্টি৷ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সর্বোত্র৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কোথাও কোথাও আবার দমকা হাওয়া বইছে৷ পৌষের শীত মাটি করে ভিজছে বাংলা৷ (Low pressure causes rain in Bengal)
বাতাসে মিশেছে জলীয়বাষ্প Low pressure causes rain in Bengal
বঙ্গোপসাগরে থাকা এই নিম্নচাপের অভিমুখ যদিও তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে৷ ক্রমশ এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী বাড়াবে৷ তবে এর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়৷ রাজ্যের বাতাসে মিশছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প৷
আজ, শনিবার ও আগামীকাল, রবিবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ অন্যান্য জেলাগুলি অবশ্য শুকনোই থাকবে৷ অন্যদিকে, রবিবার পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা যাবে৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও আবার তুষাপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷
উধাও শীত Low pressure causes rain in Bengal
এদিকে, বৃষ্টির জেরে ভরা পৌষেও উধাও শীত৷ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷ আগামী ৫ দিন রাতের তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের পূর্বাভাস সেই৷ বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশিই রয়েছে৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস৷
West Bengal: Rain disrupts winter in Bengal due to Bay of Bengal low pressure. Light to moderate showers expected. Alipore Weather Office issues warning. Temperatures rise amid rainy spell.