সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত! বাড়ছে ‘সেনিয়ার’আশঙ্কা, বাংলায় কতটা প্রভাব?

Low Pressure Area Bay of Bengal

বঙ্গোপসাগরে ফের সক্রিয় মৌসুমি উত্তালতা। দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা। মালাক্কা প্রণালীর উপরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে এবং পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisements

আবহবিদদের অনুমান, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই আবহ সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি হলে এর নাম হবে ‘সেনিয়ার’ (SEN–YAAR)। নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, যার অর্থ ‘সিংহ’ (LION)।

   

ঘূর্ণিঝড় আকার নিলে অন্ধ্রপ্রদেশ উপকূলেই স্থলভাগে প্রবেশের সম্ভাবনা সর্বাধিক। যদিও ভারতের মৌসম ভবন এখনও নিম্নচাপ গঠনের পূর্বাভাস পর্যন্তই আনুষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছে।

বাংলায় সরাসরি বড় প্রভাব নেই

ঘূর্ণিঝড় তৈরি হলেও ভারতের পূর্বাঞ্চলে বিশেষত বাংলায় কোনও সরাসরি ক্ষতির আশঙ্কা নেই। তবে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতিবিধিতে পরিবর্তন অনুভূত হতে পারে।

এই মুহূর্তে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

তাপমাত্রা আরও নামবে, কুয়াশার দখল বাড়বে রাজ্য জুড়ে Low Pressure Area Bay of Bengal

উত্তর ও দক্ষিণবঙ্গ—দু’জায়গাতেই পরবর্তী ৩–৪ দিন কুয়াশার প্রবণতা বাড়বে।
* ভোরবেলা সবচেয়ে বেশি কুয়াশা

Advertisements

* উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা সম্ভাবনা প্রবল

কলকাতায় শীতের মৃদু আভাস

কলকাতার আকাশ সকালে কুয়াশা-ধোঁয়াশায় ঢাকা থাকলেও পরে পরিষ্কার হয়ে যাবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস —
▪ আগামী ২ দিনে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে
▪ কলকাতার তাপমাত্রা ১৭—১৯° সেলসিয়াস ঘরেই ঘোরাফেরা করবে
▪ বাতাসে আর্দ্রতা ৪২ থেকে ৯০%

সকালে ও রাতে শীতের আমেজ স্পষ্ট, দিনে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সামগ্রিকভাবে শরতের শেষভাগে শীতের মৃদু আগমনই বার্তা দিচ্ছে শহর।