বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! কেমন কাটবে গোটা সপ্তাহ?

কলকাতা: ভারতের পূর্ব উপকূলে ফের তৈরি হল নিম্নচাপ। রবিবার বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ–ওড়িশা উপকূলের পূর্বদিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়াবিদদের অনুমান, মঙ্গলবারের মধ্যে…

low-pressure area Bay of Bengal

কলকাতা: ভারতের পূর্ব উপকূলে ফের তৈরি হল নিম্নচাপ। রবিবার বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ–ওড়িশা উপকূলের পূর্বদিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়াবিদদের অনুমান, মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে ফের বাংলার আকাশে দুর্যোগের শঙ্কা বাড়ল।

নিম্নচাপ অন্ধ্র–ওড়িশা সীমানা বরাবর স্থলভাগে ঢুকবে

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই নিম্নচাপ অন্ধ্র–ওড়িশা সীমানা বরাবর স্থলভাগে প্রবেশ করবে। ভৌগোলিকভাবে অঞ্চলটি বাংলা থেকে অনেকটাই দূরে হওয়ায় সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ ভারী হয়ে উঠছে জলীয় বাষ্প ও ঘন মেঘের চাপে। তাই চলতি সপ্তাহের প্রথমার্ধে একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে।

   

তবে এখানেই শেষ নয়। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের শেষেই বাংলার উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তার হাত ধরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গের আকাশে অন্তত আরও কয়েকদিন বজ্রঝড়–বৃষ্টির ধারা বজায় থাকবে।

কোথায়, কবে বৃষ্টি? low-pressure area Bay of Bengal

সোমবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার: দক্ষিণবঙ্গের প্রায় ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

বুধবার: কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

শুক্রবার: দ্বিতীয় নিম্নচাপের প্রভাবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা।

শনিবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

অতএব, অগাস্টের মাঝামাঝি থেকে টানা নিম্নচাপের দাপটে দক্ষিণবঙ্গবাসীকে ছাতা–বর্ষাতির সঙ্গ ছাড়তে দেবে না। আবহাওয়ার ভ্রুকুটি অন্তত আরও এক সপ্তাহ চলবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

West Bengal: A new low-pressure area forms over the Bay of Bengal near the Andhra-Odisha coast. While it won’t directly hit West Bengal, it will bring moderate to heavy rain to the southern districts. Forecasters predict another system later this week.