HomeWest BengalSandeshkhali: গ্রেফতার শাহজাহান, সন্দেশখালির পথে শুভেন্দু

Sandeshkhali: গ্রেফতার শাহজাহান, সন্দেশখালির পথে শুভেন্দু

- Advertisement -

আজ বৃহস্পতিবার কাকভোরে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালি (Sandehkhali)-র এই তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তাঁর গাড়ি ভোজেরহাট এলাকা পেরিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জেলিয়াখালিয়া ও হলদারপাড়া যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

   

উল্লেখ্য, শেখ শাহজাহানের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধক ধারায় মামলা করা হয়েছে। যদিও শেখ শাহজাহানের গ্রেফতারিতে এত দেরি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারীর দাবি, ‘জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular