Loksabha Election 2024: বাংলার ২ আসনে প্রার্থী দেবে না লাল ব্রিগেড জানালেন বিমান বসু

biman-basu

রবিবার মালদা কলেজের অডিটোরিয়ামে কর্মিসভার শেষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন……

রাজ্যে‘বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসকে দুটি আসন ছেড়ে দিল বামফ্রন্ট। ওই দুটি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। তাতে প্রার্থী দিতে চায় না বামফ্রন্ট। সাথে জানিয়ে দেয় কংগ্রেসের হয়ে প্রচার করবে তারা। কংগ্রেসের দেওয়া ‘ধোঁকা’কে মাথায় রেখেই হাত শিবিরকে পশ্চিমবঙ্গের দুটি আসন ছেড়ে দিল বামফ্রন্ট। রবিবার মালদা কলেজের অডিটোরিয়ামে কর্মিসভার শেষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন যে জেলার দুটি আসনে (মালদা উত্তর এবং মালদা দক্ষিণ) প্রার্থী দেবে না তারা।

   

এর পাশাপাশি বামফ্রন্টের চেয়ারম্যান বলেন, কয়েক ঘণ্টা আগেই এমন একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস, যে কেন্দ্রে তারা লড়বে বলে সপ্তাহখানেক আগেই জানিয়ে দিয়েছিল বামফ্রন্ট। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায়। অন্যদিকে, কংগ্রেস পিয়া রায়চৌধুরীকে টিকিট দিয়েছে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জোটের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে বলে মনে করছিল সংশ্লিষ্ট মহল। কিন্তু রবিবার বিমান যে ঘোষণা করলেন,তাতে জোট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে মালদা উত্তর কেন্দ্র থেকে লড়াই করবেন মোস্তাক আলম। আর মালদা দক্ষিণ কেন্দ্রে ইশা খান চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে। তাঁদের লড়াইটা অবশ্য একেবারেই সহজ নয়। মালদা উত্তর থেকে বিজেপির টিকিট পেয়েছেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর ইশাকে লড়াই করতে হবে তৃণমূলের শাহনওয়াজ আলি রায়হান এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে। ওই আসন থেকে ২০১৯ সালে জিতেছিল কংগ্রেস।বামফ্রন্টের এই সিদ্ধান্তে কতটা সফলতা পায় কংগ্রেস সেটাই দেখার বিষয় ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন