Loksabha Election 2024: সৌমিত্রর ছবি দিয়ে ‘খুনি প্রার্থী’ পোস্টার বাঁকুড়া-বর্ধমানের গ্রামে

‘খুনি প্রার্থী’ এমনই চাঞ্চল্যকর পোস্টার ছড়িয়ে পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র জুড়ে। পোস্টারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর ছবি। সৌমিত্রর প্রতিদ্বন্দ্বী তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। শনিবার ভোট (Loksabha Election 2024) শুরু হওয়ার কিছু পরেই বিষ্ণুপুর শহরের বেশ কিছু এলাকায় বিতর্কিত পোস্টার পড়ে থাকতে দেখেন ভোটাররা। শুরু হয় তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি দোষারোপ।

tmc-candidate-sujata-mondal-slams-bjp-candidate-soumita-khan

   

পুরো লোকসভা নির্বাচনের প্রচার পর্বে সৌমিত্র-সুজাতার ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক ইস্যু পিছনে ফেলে দিয়েছিল বলে অভিযোগ সিপিআইএমের। বাম কংগ্রেস জোটের প্রার্থী শীতল কৈবর্ত।  তিনি বলেছেন, কৃষকদের সমস্যা নিয়ে বিজেপি-তৃণমূল নীরব থেকে ভোটকে ব্যক্তিগত ঝগড়ার স্তরে নিয়ে গেছে।

বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে আছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বাঁকুড়ার ছটি বিধানসভা ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা জুড়ে থাকা বিভিন্ন গ্রামে একই ধরনের ‘খুনি প্রার্থী’ পোস্টার ছড়ানো হয়।

Loksabha Election 2024: সৌমিত্রর ছবি দিয়ে 'খুনি প্রার্থী' পোস্টার বাঁকুড়া-বর্ধমানের গ্রামে

খণ্ডঘোষ প্রবল রাজনৈতিক স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত। গত পঞ্চায়েত নির্বাচনে খণ্ডঘোষে তৃণমূল ও বাম জোটের লড়াই ছিল প্রবল। বিশ্লেষণ বলছে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রের গ্রামাঞ্চল গড়ে দেবে জয়-পরাজয় ফারাক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন