আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন৷ গত ১৬ মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ সমগ্র দেশে ভোট হবে ৭ দফায়৷ ভোট শেষ হবে ১ জুন এবং ফলাফল প্রকাশিত হবে ৪ জুন৷ কিন্তু এই ভোটের দিনগুলিতে ভোটাররা কি ছুটি পাবেন? নাকি অফিস না গেলে কাটা যেতে পারে বেতন? কী বলছে কমিশনের নিয়ম?
নির্বাচন কমিশনের নিয়ম
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিজের কেন্দ্রে ভোটের দিন সবেতন ছুটি প্রতিটি ভোটারের প্রাপ্য৷ ১৯৫১ সালের ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট’ অনুযায়ী ভোটাররা এই ছুটি পাবেন৷ শুধু সরকারিই নয়, একই সঙ্গে আধা সরকারি, বেসরকারি, সকল প্রকারের অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীরা এর আওতায় পড়েন৷ লোকসভা হোক বা বিধানসভা, সকল প্রকার নির্বাচনেই এই ছুটি নিতে পারবেন ভোটাররা৷
এদিকে, বৃহস্পতিবারই ভোট উপলক্ষ্যে ছুটির ঘোষণা করল নবান্ন৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, যে যে কেন্দ্রে যেদিন নির্বাচন রয়েছে, সেই সব দিন সেই কেন্দ্রগুলিতে কর্মীরা সবেতন ছুটি পাবেন৷ ছুটি পাবেন বেসরকারি কর্মীরাও৷ তবে শ্রম দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পৃথকভাবে জারি করা হবে বলে সূত্রের খবর৷
প্রসঙ্গত, চলতি লোকসভা নির্বাচন হবে ৭ দফায়৷ তারিখগুলি হল যথাক্রমে, ১৯এপ্রিল, ২৬এপ্রিল, ৭মে, ১৩মে, ২০মে, ২৫মে এবং ১জুন৷ এই দিনগুলি ছুটি হিসেবে গণ্য করা হবে৷ এছাড়া, যে যে স্কুলগুলিকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে ছুটি দিতে হবে। এছাড়া, ভোটের কাজের সঙ্গে যে সরকারি কর্মীরা ওতোপ্রোতভাবে যুক্ত, ভোটের পরদিন তাঁদের বিশেষ ছুটি দেওয়া হবে।
আরও পড়ুন: Loksabha election 2024: লোকসভা ভোটের দিনগুলোতে সরকারী ছুটি দিল নবান্ন, জারি হয়েছে বিজ্ঞপ্তি